জয়শঙ্কর আরও বলেন, “জুলাই থেকেই অশান্ত বাংলাদেশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পরিস্থিতি বদলায়নি। একটাই দাবিতে আন্দোলন চলতে থাকে। ৪ অগাস্ট বাংলাদেশের পরিস্থিতির অবনতি হয়। সেখানকার সরকারি ভবনে হামলা হয়। পুলিশ আক্রমণের শিকার হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর হাসিনা ভারতের কাছে এখানে স্বল্প সময়ের জন্য আসার আবেদন রাখেন। সেখানকার আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা হচ্ছে।
advertisement
বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাঁর বিবৃতিতে আরও জানান, “১৯ হাজারের মতো ভারতীয় এখন রয়েছেন বাংলাদেশে। তার মধ্যে ৯০০০ মতো পড়ুয়া। বড় অংশের পড়ুয়ারা ফিরে এসেছেন দেশে আমাদের তরফে যোগাযোগ রাখা হচ্ছে ভারতীয় নাগরিকদের সঙ্গে। নজরদারি চলছে সীমান্তেও। আমাদের বিএসএফকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2024 3:10 PM IST