TRENDING:

Sheikh Hasina: ভারতেই শেখ হাসিনা! 'অল্প সময়েই আবেদন...' সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

Last Updated:

Sheikh Hasina: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রের তরফে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রের তরফে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, বাংলাদেশের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতেই আছেন। জয়শঙ্করের তাঁর বিবৃতিতে বলেন, “খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে হাসিনা আবেদন করেন এ দেশে আসার জন্য। অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।”
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
advertisement

জয়শঙ্কর আরও বলেন, “জুলাই থেকেই অশান্ত বাংলাদেশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পরিস্থিতি বদলায়নি। একটাই দাবিতে আন্দোলন চলতে থাকে। ৪ অগাস্ট বাংলাদেশের পরিস্থিতির অবনতি হয়। সেখানকার সরকারি ভবনে হামলা হয়। পুলিশ আক্রমণের শিকার হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর হাসিনা ভারতের কাছে এখানে স্বল্প সময়ের জন্য আসার আবেদন রাখেন। সেখানকার আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: আকাশে রাফাল বিমানের টহল, র‍্যাডারে নিবিড় নজরদারি, হাসিনার বিমানের নিরাপত্তায় ত্রুটি রাখেনি ভারত

বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাঁর বিবৃতিতে আরও জানান, “১৯ হাজারের মতো ভারতীয় এখন রয়েছেন বাংলাদেশে। তার মধ্যে ৯০০০ মতো পড়ুয়া। বড় অংশের পড়ুয়ারা ফিরে এসেছেন দেশে আমাদের তরফে যোগাযোগ রাখা হচ্ছে ভারতীয় নাগরিকদের সঙ্গে। নজরদারি চলছে সীমান্তেও। আমাদের বিএসএফকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sheikh Hasina: ভারতেই শেখ হাসিনা! 'অল্প সময়েই আবেদন...' সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল