বেনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছে খাড়গে এবং তাঁর শিবির। তাঁদের দাবি, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হয়েছে৷
আরও পড়ুন: দু' দশক পরে গান্ধি পরিবারের বাইরে কংগ্রেসের সভাপতি কে? জানা যাবে আজ
২৪ বছর পর গান্ধি পরিবারের বাইরে কেউ হবেন কংগ্রেসের সভাপতি। নির্বাচনে লড়লেন মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুর।
advertisement
কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন। এর আগে ২০১৭ সালে রাহুল গান্ধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে গত চার বছরে সারা দেশে কংগ্রেসের দৈন্য দশা আরও প্রকট হয়েছে। বলা চলে, অস্তিত্ব সংকটে ভুগছে দেশের অন্যতম রাজনৈতিক দল।
আরও পড়ুন: 'ব্যথিত হই', দলের নেতাদের দুর্নীতি নিয়ে আক্ষেপ সৌগত রায়ের! ভাইরাল হল ভিডিও
নির্বাচনের পরে থারুরের অভিযোগ, একাধিক ব্যালট বক্সের সিল যথাযথ নয়। উত্তরপ্রদেশের বুথে ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম হয়েছে। তাই ওই রাজ্যের ভোট গণনা স্থগিত রাখা হোক। কংগ্রেসের বর্তমান পরিস্থিতি বিচার করে সোমবারের সভাপতি নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।