ভয়ঙ্কর ভিডিও শাহজাহানপুর রেলওয়ে স্টেশনের। ১১০ কিলোমিটার বেগে যাচ্ছিল পাটলিপুত্র এক্সপ্রেস। সেই ট্রেন থেকে হঠাৎ প্ল্যাটফর্মে পড়ে যান এক যাত্রী।
দ্রুত গতির ট্রেন থেকে পড়ে যাওয়ার পর ওই যাত্রী প্রায় ১০০ মিটার হেঁচড়ে যেতে থাকেন। তার পর সেই যাত্রী সটান উঠে দাঁড়িয়ে পড়লেন। তাঁকে দেখে প্ল্যাটফর্মে সব মানুষ তখন অবাক।
advertisement
আরও পড়ুন- হাতখরচের ২ হাজার টাকা দেয়নি বাবা, রাগে বাবার মাথা থেঁতলে খুন করল ছেলে
আশ্চর্যের বিষয় হল, ট্রেন থেকে পড়ে যাওয়া যুবকের একটুও চোট লাগেনি। প্ল্যাটফর্মে পড়ে গিয়ে তিনি সোজা হয়ে দাঁড়ান। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে।
এই আশ্চর্যজনক ঘটনা দেখে অনেকেই বলছেন, ওই যাত্রী মৃত্য়ুকে ছুঁয়ে ফিরে এলেন। ওই যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেন বলেই জানিয়েছেন অনেকে।ট্রেনটি শাহজাহানপুর রেলস্টেশনে পৌঁছনো মাত্রই তিনি প্ল্যাটফর্মে লাফ দেন।
দ্রুতগতিতে ছিল ট্রেন। স্টেশনের মসৃণ মেঝেতে পড়ে তাঁর পা পিছলে যায়। এদিকে তিনি ট্রেনের গেটের সামনে থাকা হাতল ধরে ছিলেন। ফলে ট্রেন তাঁকে প্রায় ১০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়।
আরও পড়ুন- ৭০০ বছরের প্রাচীন কেল্লায় উদ্ধার মেধাবী তরুণীর পচাগলা দেহ, নিখোঁজ ‘সঙ্গী তরুণ’
সেই সময় প্ল্যাটফর্মে অনেক মানুষ ছিলেন। তাঁরা ভেবেছিলেন, ওই যাত্রী হয়তো আর বেঁচে নেই। তবে তখনই ওই ব্যক্তি নিজের পায়ে উঠে দাঁড়ান। সবাই তাঁর কাছে ছুটে যান। তিনি জানান, কোথাও চোট লাগেনি। রেল এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির শাস্তি হওয়ার সম্ভাবনা প্রবল।