Crime News: ৭০০ বছরের প্রাচীন কেল্লায় উদ্ধার ২৬ বছরের মেধাবী তরুণীর পচাগলা দেহ, নিখোঁজ ‘সঙ্গী তরুণ’

Last Updated:

Crime News: মহারাষ্ট্রের পুণা জেলায় ৭০০ বছরেও বেশি প্রাচীন রাজগড় কেল্লায় পাওয়া গিয়েছে দর্শনা পওয়ারের দেহ

প্রাচীন রাজগড় কেল্লা
প্রাচীন রাজগড় কেল্লা
পুণা : প্রাচীন কেল্লায় উদ্ধার ২৬ বছর বয়সি তরুণীর পচাগলা দেহ। ঘটনা ঘিরে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। রবিবার মহারাষ্ট্রের পুণা জেলায় ৭০০ বছরেও বেশি প্রাচীন রাজগড় কেল্লায় পাওয়া গিয়েছে দর্শনা পওয়ারের দেহ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে আহমেদনগরের বাসিন্দা দর্শনা মেধাবী ছিলেন। সম্প্রতি মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের স্টেট ফরেস্ট সার্ভিস পরীক্ষায় তিনি মেধাতালিকায় ভাল ফল করেছেন। গত ১৫ জুন সিংগড় রোড থানায় অভিযোগ দায়ের করেন দর্শনার বাবা। জানান, তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গত ৯ জুন পুণা শহরে এসেছিলেন দর্শনা। ২ দিন পরে তিনি নেরহা এলাকায় তাঁর এক বান্ধবীর বাড়িতে পৌঁছন। একদিন সেখানে থেকেই দর্শনা চলে যান। জানান, তিনি সিংহগড় কেল্লা দেখতে যাচ্ছেন। এদিকে তাঁর ফোন নট রিচেবল হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন দর্শনার বাবা। দু’দিন স্থানীয় স্তরে নিজেরা খোঁজাখুঁজির পর পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
advertisement
advertisement
ইতিমধ্যে জানা যায়, তরুণীর পরিবারের সঙ্গে সম্পর্কিত এক তরুণও নিখোঁজ। শহরের ওয়ারজে এলাকা থেকে তিনি ‘হারিয়ে’ গিয়েছেন। তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে নিহত তরুণী ছিলেন নিখোঁজ তরুণের সঙ্গেই। পুলিশের অনুমান, রায়গড় কেল্লায় তাঁরা একসঙ্গেই গিয়েছিলেন।
নিখোঁজ তরুণের সন্ধান পাওয়া গেলেই অনেক অন্ধকার কাটবে বলে মনে করা হচ্ছে। তাঁর শেষ অবস্থান চণ্ডীগড়ে বলে জানা গিয়েছে। সেখানে তিনি এটিএম থেকে ১ হাজার টাকা তুলেওছেন। তরুণীর সঙ্গে তিনিও এমপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
advertisement
ভেলহে থানার পুলিশ অফিসার জানিয়েছেন পচাগলা দেহ শনাক্ত করেছেন তরুণীর পরিজনরা। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ ও অন্য ধোঁয়াশার অন্ধকার কাটবে বলে অনুমান তদন্তকারীদের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ৭০০ বছরের প্রাচীন কেল্লায় উদ্ধার ২৬ বছরের মেধাবী তরুণীর পচাগলা দেহ, নিখোঁজ ‘সঙ্গী তরুণ’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement