TRENDING:

TMC MPs suspended from Rajya Sabha: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, রাজ্যসভায় একসঙ্গে সাসপেন্ড সাত তৃণমূল সাংসদ

Last Updated:

তৃণমূল ছাড়াও সব বিরোধী দল মিলিয়ে রাজ্যসভার মোট ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড হলেন সাত জন তৃণমূল সাংসদ৷ এ সপ্তাহের শেষ পর্যন্ত তাঁদের উপরে সাসপেনশন বহাল থাকবে বলে জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান৷
একসঙ্গে সাসপেন্ড সাত তৃণমূল সাংসদ৷
একসঙ্গে সাসপেন্ড সাত তৃণমূল সাংসদ৷
advertisement

তৃণমূল ছাড়াও সব বিরোধী দল মিলিয়ে রাজ্যসভার মোট ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে৷ গতকালই কংগ্রেসের বেশ কয়েকজন লোকসভার সাংসদকে সাসপেন্ড করেছিলেন স্পিকার ওম বিড়লা৷

আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের ED দফতরে সনিয়া! প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ চরমে

যে তৃণমূল সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, তার মধ্যে রয়েছেন সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, শান্তনু সেন, দোলা সেন, নাদিমুল হক, মৌসম নুর এবং আবির রঞ্জন বিশ্বাস৷ এ দিন মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্য সভায় সরব হন তৃণমূল সহ বেশ কয়েকটি বিরোধী দলের সাংসদরা৷ ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা৷ সংসদের কাজে বাধা সৃষ্টির অভিযোগে তাঁদের সাসপেন্ড করেন চেয়ারম্যান৷

advertisement

advertisement

তৃণমূল ছাড়াও যে দলগুলির সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, তার মধ্যে রয়েছে ডিএমকে, সিপিআই, সিপিএম এবং টিআরএস৷

এই ঘটনার পরই তৃণমূলের পক্ষ থেকে ট্যুইট করে শাসক দল বিজেপি-কে তীব্র আক্রমণ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, সাংসদদের সাসপেন্ড করে তৃণমূলকে চুপ করানো যাবে না৷ তৃণমূলের অভিযোগ, তাঁদের সাংসদরা মানুষের সমস্যাগুলিই তুলে ধরার চেষ্টা করছেন৷ সংসদের পবিত্রতার সঙ্গেও আপোস করা হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল৷

advertisement

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের অভিযোগ, সরকারই সংসদের কাজ ঠিক মতো হতে দিচ্ছে না৷ তিনি কটাক্ষ করে বলেন, 'মোদি-শাহ গণতন্ত্রকেই সাসপেন্ড করে দিয়েছেন, সাংসদদের আর কী করবেন!' তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এতদিন কংগ্রেস মুক্ত ভারতের কথা বলত বিজেপি৷ এখন তারা বিরোধী মুক্ত ভারত করতে চাইছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
TMC MPs suspended from Rajya Sabha: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, রাজ্যসভায় একসঙ্গে সাসপেন্ড সাত তৃণমূল সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল