TRENDING:

Parliament Security Breach: সংসদে সুরক্ষায় বড়সড় গাফিলতি! ভিজিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিলেন ২ ব্যক্তি

Last Updated:

Security Breach in Lok Sabha :প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মোট দু’জন এই কাণ্ড ঘটিয়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে শীতকালীন অধিবেশন চলাচাকীল হঠাৎই আতঙ্ক ছড়াল৷ ভাষণ দিতে দিতে হঠাৎই চমকে উঠলেন পশ্চিমবঙ্গের সাংসদ খগেন মুর্মু৷ আর সেই ভিডিও ধরা পড়ল ক্যামেরায়৷ স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে৷ কী ভাবে দর্শকাসন থেকে ওই ব্যক্তি ঝাঁপ দিলেন সাংসদদের আসনে, সেই নিয়েই প্রশ্ন উঠছে৷ উল্লেখ্য, ২০০১ সালের এই ১৩ ডিসেম্বরই সংসদ হামলার ঘটনা ঘটেছিল৷ সেই কুখ্যাত জঙ্গি হামলার স্মৃতি ফের উস্কে দিল আজকের এই ঘটনা৷
advertisement

প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মোট দু’জন এই কাণ্ড ঘটিয়েছিলেন৷ প্রাথমিক ভাবে তাঁদের ধোঁয়ার বাজি হাতে ছিল৷ কিন্তু এই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি৷ গত ডিসেম্বরের ১৩ তারিখে খলিস্তানি সংগঠক হুমকি দিয়েছিলেন সংসদ ভবন আক্রমণের৷ আর সেই দিনেই এই ঘটনা আলাদা করে আতঙ্ক ছড়িয়েছে৷

আরও পড়ুন –  Jamal Kudu Song: এই গান গাইত স্কুলের শিশুরা! কোথা থেকে এল ‘জামাল কুদু’, গানের মানে কী, জানুন

advertisement

আরও পড়ুন –  KIFF 2023: চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’, তালিকায় আরও বাংলা ছবি

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, ‘আমরা বুঝতেই পারিনি প্রথমে৷ তারপর দেখলাম গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছেন দু’জন৷ আমাদের সামনেই৷ প্রথমে বলা হল কোনও ধরনের গ্যাস বাজি তাঁদের হাতে রয়েছে৷ কিন্তু এখনও বিষয়টি স্পষ্ট নয়৷ এটি আমাদের একেবারে চোখের সামনে ঘটল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

ভিডিওতে দেখা গিয়েছে, কী ভাবে সাংসদের আসনে লাফ দিয়ে পড়লেন এক ব্যক্তি৷ তারপর তিনি লাফ দিয়ে দিয়ে সাংসদদের আসন পার করছিলেন৷ এমন সময় তাঁকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষী থেকে সাংসদরা৷ আপাতত পুলিশ নিজের হেফাজতে নিয়েছে দু’জনকেই৷

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Security Breach: সংসদে সুরক্ষায় বড়সড় গাফিলতি! ভিজিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিলেন ২ ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল