প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মোট দু’জন এই কাণ্ড ঘটিয়েছিলেন৷ প্রাথমিক ভাবে তাঁদের ধোঁয়ার বাজি হাতে ছিল৷ কিন্তু এই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি৷ গত ডিসেম্বরের ১৩ তারিখে খলিস্তানি সংগঠক হুমকি দিয়েছিলেন সংসদ ভবন আক্রমণের৷ আর সেই দিনেই এই ঘটনা আলাদা করে আতঙ্ক ছড়িয়েছে৷
আরও পড়ুন – Jamal Kudu Song: এই গান গাইত স্কুলের শিশুরা! কোথা থেকে এল ‘জামাল কুদু’, গানের মানে কী, জানুন
আরও পড়ুন – KIFF 2023: চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’, তালিকায় আরও বাংলা ছবি
বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, ‘আমরা বুঝতেই পারিনি প্রথমে৷ তারপর দেখলাম গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছেন দু’জন৷ আমাদের সামনেই৷ প্রথমে বলা হল কোনও ধরনের গ্যাস বাজি তাঁদের হাতে রয়েছে৷ কিন্তু এখনও বিষয়টি স্পষ্ট নয়৷ এটি আমাদের একেবারে চোখের সামনে ঘটল৷
ভিডিওতে দেখা গিয়েছে, কী ভাবে সাংসদের আসনে লাফ দিয়ে পড়লেন এক ব্যক্তি৷ তারপর তিনি লাফ দিয়ে দিয়ে সাংসদদের আসন পার করছিলেন৷ এমন সময় তাঁকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষী থেকে সাংসদরা৷ আপাতত পুলিশ নিজের হেফাজতে নিয়েছে দু’জনকেই৷