TRENDING:

Union Budget 2024: এনডিএতে থাকার পুরস্কার! শুধু ১৫,০০০ কোটিই নয়, আরও একগুচ্ছ উপহার পেলেন চন্দ্রবাবু

Last Updated:

Andhra Pradesh Union 2024: এনডিএ সরকারে গুরুত্ব বেড়েছে শরিকদলগুলির, তার পুরস্কার হিসাবে মন্ত্রিত্বে যতটা না বেশি গুরুত্ব পেয়েছেন নীতীশ এবং চন্দ্রবাবু, তার থেকে বেশি পেলেন বাজেটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এনডিএ সরকারের বাজেটে আর যারাই সুবিধা পাক না বিহার এবং অন্ধ্র প্রদেশের জন্য কল্পতরু কেন্দ্রীয় সরকার। এনডিএ সরকারে গুরুত্ব বেড়েছে শরিকদলগুলির, তার পুরস্কার হিসাবে মন্ত্রিত্বে যতটা না বেশি গুরুত্ব পেয়েছেন নীতীশ এবং চন্দ্রবাবু, তার থেকে বেশি পেলেন বাজেটে। অন্ধ্র প্রদেশকে একের পর এক উপহারে ভরিয়ে দিয়েছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
নির্মলা সীতারমণ এবং চন্দ্রবাবু নায়ডু।
নির্মলা সীতারমণ এবং চন্দ্রবাবু নায়ডু।
advertisement

আরও পড়ুন: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

অন্ধ্র প্রদেশের নয়া রাজধানী অমরাবতীকে ঢেলে সাজানোর জন্য বাজেটে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে বিশাখাপত্তনম-চেন্নাই-ওরভাকল-হায়দরাবাদ বিশেষ ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করা হবে। সেই সঙ্গে হায়দরাবাদ-বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডরও তৈরি করা হবে, যার জেরে লাভবান হবে অন্ধ্র প্রদেশ। এই ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরির সঙ্গে সঙ্গেই সেই এলাকাগুলিতে জল, বিদ্যুৎ, রেল, রাস্তাঘাট এই সমস্ত বিষয়েরও উন্নতি করা হবে। গোদাবরী নদীর উপর পোলাবরম প্রকল্পেও অর্থ বরাদ্দ করবে কেন্দ্র। এই প্রকল্পকে অন্ধ্র প্রদেশের লাইফলাইন বলা হয়। অন্ধ্র প্রদেশের বিস্তীর্ণ এলাকার পরিকাঠামো বদলে যেতে পারে এই প্রকল্প সম্পূর্ণ হলে।

advertisement

আরও পড়ুন: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করে রাস্তা, পরিকাঠামো ইত্যাদি একাধিক বিষয়ের জন্য আর্থিক সাহায্যের দাবি করেছিলেন চন্দ্রবাবু।  তাই একাধিক বিষয়ে সাহায্য পেয়েছে অন্ধ্র প্রদেশ। ‘পূর্বোদয়’ প্রকল্পে যে রাজ্যগুলির পরিকাঠামোর উন্নয়ন করা হবে, তার মধ্যেও রয়েছে অন্ধ্র প্রদেশ। পিছিয়ে পড়া এলাকা, যেমন রায়ালাসীমা, প্রকাশম এবং অন্ধ্র প্রদেশের উত্তর উপকূলে উন্নয়নের জন্যও বিশেষ বরাদ্দ করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2024: এনডিএতে থাকার পুরস্কার! শুধু ১৫,০০০ কোটিই নয়, আরও একগুচ্ছ উপহার পেলেন চন্দ্রবাবু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল