TRENDING:

এ বার পাথরবাজের নিশানা স্কুল বাস, আহত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া

Last Updated:

এতদিন নিরাপত্তারক্ষীরাই ছিল লক্ষ্য ৷ এ বার বাদ গেল না ছোট্ট স্কুল পড়ুয়ারাও ৷ বুধবার সকালে কানিপোড়ায় একদল দুষ্কৃতী সেখানকার জাভুরা এলাকার রেনবো হাইস্কুলের একটি বাসের ওপর পাথর ছুঁড়ে মারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জম্মু-কাশ্মীর: এতদিন নিরাপত্তারক্ষীরাই ছিল লক্ষ্য ৷ এ বার বাদ গেল না ছোট্ট স্কুল পড়ুয়ারাও ৷ বুধবার সকালে কানিপোড়ায় একদল দুষ্কৃতী সেখানকার জাভুরা এলাকার রেনবো হাইস্কুলের একটি বাসের ওপর পাথর ছুঁড়ে মারে। পাথরের ঘায়ে জখম হয়েছে বাসের ভিতরে থাকা স্কুলের দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়া। তাকে সঙ্গে সঙ্গে এসকেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে ৷
advertisement

আরও পড়ুন: আজ দিল্লিতে মুখোমুখি মোদি-মমতা, নেপথ্যে মহাত্মা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ ট্যুইটারে তিনি লিখেছেন, ‘এ ভাবে স্কুল পড়ুয়া বা পর্যটকদের উপর পাথর ছুঁড়ে নিজেদের উদ্দেশ্য কী ভাবে সাধন করবে বিক্ষোভকারীরা ? আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ৷’

বাংলা খবর/ খবর/দেশ/
এ বার পাথরবাজের নিশানা স্কুল বাস, আহত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া