আজ দিল্লিতে মুখোমুখি মোদি-মমতা, নেপথ্যে মহাত্মা

Last Updated:

সামনা-সামনি হবেন তাঁরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নেপথ্যে রয়েছেন মহাত্মা গান্ধী ৷

#নয়াদিল্লি: সামনা-সামনি হবেন তাঁরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নেপথ্যে রয়েছেন মহাত্মা গান্ধী ৷
আগামী বছর মহাত্মা গান্ধির জন্ম সার্ধ-শতবর্ষ ৷ মহাত্মার ১৫০তম জন্মবার্ষিকী পালনের জন্য গঠিত হয়েছে সার্ধ-শতবর্ষ কমিটি ৷ সেই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ সেই কারণেই দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ মহাত্মার সার্ধ-শতবর্ষের কর্মসূচী নিয়ে সেখানে মু্খ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী ৷ বিকেল ৫টায় রাষ্ট্রপতি ভবনে এই কমিটির বৈঠক শুরু হওয়ার কথা ৷
advertisement
advertisement
তবে সম্ভবত এর বাইরেও আলাদা করে মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন মমতা ৷ গতকাল সন্ধেয় দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ৷ ঠিক এক বছর আগে রাজ্যের একাধিক দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে গিয়েছিলেন মমতা ৷ তবে সেই বৈঠক তেমন ফলপ্রসূ হয়নি ৷ এরপর থেকে কেন্দ্রের ডাকা বেশিরভাগ বৈঠকেই গরহাজির থাকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ এখন দেখার পঞ্চায়েত ভোটের আগে এ বারের মোদী-মমতা বৈঠকের জল কোন দিকে গড়ায় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ দিল্লিতে মুখোমুখি মোদি-মমতা, নেপথ্যে মহাত্মা
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement