বিদিশা: মধ্যপ্রদেশে ১২ ফুট উঁচু সেতু থেকে নদীতে ছিটকে পড়ল বাস। মধ্যপ্রদেশে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক স্কুলের বাস ৪২ জন ছাত্র ও স্টাফকে নিয়ে যাওয়ার সময় বিদিশা জেলার সাগর নদীর উপর ১২ ফুট উঁচু ব্রিজ থেকে পড়ে যায়, এতে অন্তত ২৮ জন শিশু আহত হয়।
advertisement
জানা গিয়েছে দুর্ঘটনার সময় ছাত্ররা সাঁচীতে পিকনিক ট্রিপে যাচ্ছিল। বাসটি সকাল ৮টা নাগাদ স্কুল থেকে ছেড়ে যায়, আর দুর্ঘটনাটি ঘটে সকাল ১০:৩০টা নাগাদ। স্থানীয়দের দাবি, চালক অন্য একটি গাড়িকে রাস্তা ছাড়তে গিয়ে বাসটি ব্রিজের কিনারার দিকে নিয়ে যায়, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
আরও পড়ুন: ঘুরে দাঁড়াল ভারত! টিম ইন্ডিয়ার বোলারদের দাপটে হার দক্ষিণ আফ্রিকার, এদিনও ব্যার্থ সূর্য
বাসটি ব্রিজ থেকে পড়ে শুকনো নদীর নীচে চলে যায়, সঙ্গে সঙ্গে শিশুদের চিৎকার চারপাশে ছড়িয়ে পড়ে। আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং কর্তৃপক্ষকে খবর দেন, দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বাস থেকে শিশুদের উদ্ধার করে, দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে অনেকের হাত-পা ভেঙে গিয়েছে, আর ৪-৫ জন ছাত্রের আঘাত গুরুতর হওয়ায় তাদের বিদিশা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
