অভিযোগ উঠেছে এই সংস্থা তার সাব এজেন্টদের দিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আই. ডি পাসওয়ার্ড ব্যবহার করে দিনের পর দিন অনৈতিক কাজ করেছে। শুধু তাই নয়, টিকিট বিক্রির টাকা সংস্থার অফিসে জমা করেনি। ২০১৮ থেকে ২০২১ এই তিন বছরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোশাগারে প্রায় সাত কোটি উনিশ লক্ষ টাকা জমা করেনি এই সংস্থা। এরপর ২০২১ সালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অডিট রিপোর্ট তৈরি করতে গিয়ে ধরা পড়ে কোটি কোটি টাকার গরমিল।
advertisement
বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় রাজ্যের দুর্নীতি দমন শাখাকে। দুর্নীতির এই এত বড় টাকার অঙ্ক তদন্ত করার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে নির্দেশ দেয় থানায় লিখিত অভিযোগ করার জন্য, সেই মোতাবেক দুর্গাপুরের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর ময়ূরী ভাসু, গত ২০২৩ সালের অক্টবর মাসে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
অভিযুক্ত বেসরকারি ট্রাভেল সংস্থাটির বিরুদ্ধে ৪০৯/১২০ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। এইদিকে অভিযুক্ত ট্রাভেল সংস্থাটির পক্ষে সাফাই দেওয়া হয়েছে, এটা কোনও দুর্নীতি নয়, বিষয়টি আদালতের বিচারাধীন, কম্পিউটারের যান্ত্রিক ত্রুটির জন্য এমনটা হয়েছে, আদালত যা বলবে সংস্থা সেটা মেনে চলবে।
অর্পণ চক্রবর্তী