রাজ্য সরকারের তরফে প্রধান বিচারপতির এজলাসে শুক্রবারের নির্ধারিত শুনানি স্থগিত করার আবেদন জানানো হয়। শুক্রবারের আগে অথবা পরে যে কোনও তারিখে শুনানি করার আবেদন করা হয়। প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী সোমবার, ৩০ সেপ্টেম্বর আরজিকর মামলার শুনানি হবে।
advertisement
যদিও অভিজ্ঞ আইনজীবীদের মতে, এই দিন পিছিয়ে গেলেই যে বিরাট পরিবর্তন হয়ে যাবে এমনটা নয়। কারণ সুপ্রিম কোর্টে এই ধরনের আবেদন মাঝেমধ্য়েই করা হয়। তার পরিপ্রেক্ষিতে দিনও পিছিয়ে যায়। তবে শুনানির দিন পিছিয়ে গেলেই শুনানি বা রায়ের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন হয় যে এমনটা নয়। মূলত কোনও পক্ষের কোনও অসুবিধা থাকলেই তখন এনিয়ে আবেদন করা হয়। বিচারপতি তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2024 11:22 AM IST