TRENDING:

জেলে VIP সুযোগ- সুবিধা পাওয়ার জন্য ২ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ শশীকলার বিরুদ্ধে

Last Updated:

পোয়েজ গার্ডেনের থেকে কোনও অংশ কম বিলাসবহুল ভাবে দিন কাটাচ্ছেন না শশীকলা ৷ বহাল তবিয়তেই রয়েছেন জেলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: পোয়েজ গার্ডেনের বিলাসবহুল ঘরে রাত কাটানো আপাতত অতীত। বেঙ্গালেরু সেন্ট্রাল জেলের সেলই এখন শশীকলা নটরাজনের স্থায়ী আস্তানা। দুর্নীতি মামলায় আদালতের রায়ে ইতিমধ্যেই চার বছরের জেল হয়েছে এআইএডিএমকে নেত্রী শশীকলা নটরাজনের। কিন্তু পোয়েজ গার্ডেনের থেকে কোনও অংশ কম বিলাসবহুল ভাবে দিন কাটাচ্ছেন না শশীকলা ৷ বহাল তবিয়তেই রয়েছেন জেলে ৷
advertisement

জানা গিয়েছে, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলার খাবার নিয়ে যাতে কোনও অসুবিধআ না হয় সেই কারণে জেলের ভিতরে তৈরি হয়েছে নতুন একটি রান্নাঘর ৷

সম্প্রতি এক পদস্থ জেল আধিকারিক রূপা তার রিপোর্টে জানিয়েছেন, জেলের ভিতরে ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার জন্য প্রায় ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন শশীকলা ৷ রিপোর্টে তিনি জানিয়েছেন তার বসের দিকে অভিযোগর আঙুল তুলেছেন তিনি ৷ জেলে বেআইনি এই সমস্ত কিছু হচ্ছে জেনেও নাকি চুপ করে রয়েছেন ৷ রাজ্যের কারা বিভাগের ডিরেক্টর জেনারেল এইচ এম সত্যনারায়ণ রাওয়ের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছেন তিনি ৷ এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু শশীকলাই নয়, বহু কোটি টাকার স্ট্যাম্প কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত আব্দুল করিম তেলগিও জেলে বহাল তবিয়তে রয়েছেন বলে জানা গিয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
জেলে VIP সুযোগ- সুবিধা পাওয়ার জন্য ২ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ শশীকলার বিরুদ্ধে