TRENDING:

Saryu Canal National project: আজ সরযূ ক্যানেল প্রোজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, উপকৃত হবেন ২৯ লক্ষেরও বেশি কৃষক

Last Updated:

সরযূ ক্যানেল রাষ্ট্রীয় প্রোজেক্টের মাধ্যমে ৫টি নদীকে একত্রে জুড়ে দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন পূর্বাঞ্চলের ৯টি জেলার প্রায় ২৯ লক্ষেরও বেশি কৃষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনৌ:বিগত ৪৩ বছর ধরে আটকে থাকা সরযূ ক্যানেল প্রোজেক্টের (Saryu Canal National project) কাজ শেষ হয়েছে। ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন সরযূ ক্যানেল রাষ্ট্রীয় প্রোজেক্টের। সরযূ ক্যানেল রাষ্ট্রীয় প্রোজেক্টের (Saryu Canal National project) মাধ্যমে ৫টি নদীকে একত্রে জুড়ে দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন পূর্বাঞ্চলের ৯টি জেলার প্রায় ২৯ লক্ষেরও বেশি কৃষক। আশা করা হচ্ছে যে, এই জেলার কৃষকদের ফসল এখন জলের অভাবে শুকিয়ে যাবে না। কারণ যে নদীতে জল কম হবে, সেই নদীতে অন্য নদী থেকে জল দেওয়া হবে।
advertisement

আরও পড়ুন:লক্ষ্মীর ভান্ডার মডেল গোয়াতেও! পাঁচশোর বদলে মাসে পাঁচ হাজার, প্রতিশ্রুতি তৃণমূলের

সরযূ ক্যানেল প্রোজেক্ট (Saryu Canal National project):

সরযূ ক্যানেল রাষ্ট্রীয় প্রকল্পের মাধ্যমে ৫টি নদীকে একত্রে জুড়ে দেওয়া হবে। এই ৫টি নদী হল -- ঘাঘরা, সরযূ, রাপ্তী, বানগঙ্গা এবং রোহিণী। সরযূ ক্যানেল রাষ্ট্রীয় প্রোজেক্টে এখনও পর্যন্ত প্রায় ৯৮০০ কোটি টাকা খরচ করা হয়েছে। বড় নদীর জল ছোট নদীতে পৌঁছনোর জন্য ব্যারেজ তৈরি করা হয়েছে। সরযূ ক্যানেল রাষ্ট্রীয় প্রোজেক্টের মাধ্যমে ৫টি ক্যানেল বার করা হয়েছে। এর মাধ্যমে উপকৃত হবে শ্রাবস্তী, গোন্ডা, বলরামপুর, বস্তী, সিদ্ধার্থনগর, সন্তকবীরনগর, মহারাজগঞ্জ এবং গোরক্ষপুরের প্রায় ২৯ লক্ষেরও বেশি কৃষক। সরযূ ক্যানেল রাষ্ট্রীয় প্রোজেক্টের মাধ্যমে এই কৃষকদের চাষের জমিতে সেচ করতে সুবিধা হবে।

advertisement

আরও পড়ুন:আগরতলার রাস্তা নয়, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুল! ফের বিভ্রাট

সরযূ ক্যানেল প্রোজেক্টের (Saryu Canal National project) কাজ শেষ হতে সময় লেগেছে ৪৩ বছর:

১৯৭৮ সালে সরযূ ক্যানেল প্রোজেক্টের কাজ শুরু হয়। সেই সময় এই প্রোজেক্টের নাম দেওয়া হয়েছিল লেফট ব্যাঙ্ক ঘাঘরা ক্যানেল। প্রথমে এই প্রোজেক্টে ২টি জেলা যুক্ত করা হলেও, ১৯৮২ সালে এই প্রোজেক্টে আরও ৭টি জেলা যুক্ত করা হয়। এর পর থেকে ২০১৭ সাল পর্যন্ত এই প্রোজেক্টের কাজ ধীর গতিতে এগোতে থাকে। জমি অধিগ্রহণ, কম টাকা ইত্যাদি নানা কারণে এই প্রোজেক্টের কাজে বিশেষ অগ্রগতি দেখা যায়নি। কিন্তু ১৯৭৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই প্রোজেক্টের পিছনে খরচ করা হয় প্রায় ৫১৮৯ কোটি টাকা। ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রোজেক্টের পিছনে খরচ করা হয়েছে প্রায় ৪৬১৩ কোটি টাকা।

advertisement

উপকৃত হবেন কৃষকরা:

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সরযূ ক্যানেল রাষ্ট্রীয় প্রোজেক্টের মাধ্যমে পূর্বাঞ্চলের ৯টি জেলার কৃষকদের চাষের জমি জলের অভাবে শুকিয়ে যাবে না। এর ফলে উপকৃত হবেন প্রায় ২৯ লক্ষেরও বেশি কৃষক। বড় নদী থেকে ছোট নদীতে জল দেওয়ার কারণে কৃষকদের চাষের জমিতে সেচ করতেও সুবিধা হবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Saryu Canal National project: আজ সরযূ ক্যানেল প্রোজেক্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, উপকৃত হবেন ২৯ লক্ষেরও বেশি কৃষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল