আরও পড়ুন- রাশিফল ১ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
সঞ্জয় রাউতের বিরুদ্ধে ইডির অভিযোগ, রবিবার তল্লাশি চালানোর পর সঞ্জয়ের বাড়ি থেকে মোট ১১.৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও পাল্টা অভিযোগ তুলেছেন সঞ্জয়। তিনি বলেছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছে, ইডি যতদিন খুশি তাঁকে হেফাজতে রাখতে পারে। তবে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ করে ছাড়বেন। তিনি লড়াই করা ছাড়বেন না। দক্ষিণের বিখ্যাত ছবি পুস্পার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ঝুকেগা নেহি।
advertisement
রাউত বলেছেন, "শুধু আমি নয়, বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, মিথ্যা নথিপত্র হাজির করে অভিযোগ তৈরি করা হচ্ছে। মহারাষ্ট্রে শিবসেনাকে দূর্বল করার জন্য়ই এই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে সঞ্জয় রাউত মাথা নোয়াবে না। আমি দল ছাড়ছি না।" রাউতের আইনজীবী বিক্রান্ত সাবনে বলেছেন, কোনও কিছু বাজেয়াপ্ত করার প্রশ্নই আসে না, কারণ ইতিমধ্যে তাঁরা সমস্তরকম নথি জমা করেছেন। যে নথিগুলিকে জরুরি বলে মনে করা হয়েছে, সেগুলি ইতিমধ্যে জমা করা হয়েছে ইডির হাতে। কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে মুম্বইয়ের ওই বিশেষ স্থানটিকে ঘিরে কোনও নথি ইডি বাজেয়াপ্ত করেনি। তবে ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের পরিবারের কাউকে ফোনে কথা বলতে দেয়নি সংস্থা।