Horoscope Today: রাশিফল ১ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 1 August 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

রাশিফল ১ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
রাশিফল ১ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 1 August 2022)  ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ নিজের রোজকার জীবনের একঘেয়েমি কাটাতে অ্যরকম কিছু পরিকল্পনা করুন। কর্মক্ষেত্রে সৃজনশীল চিন্তা-ভাবনা উন্নতির পথ প্রশস্ত করবে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সাম্প্রতিক বেশ কিছু পদক্ষেপের জন্য জীবনের কয়েকটি দিক জট পাকিয়ে গিয়েছে, এবার তা ছাড়াতে হবে। যে কাজ অনেক দিন ধরে পড়ে রয়েছে, এবার তা শেষ করতে হবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ ভাগ্য সব দিক থেকেই প্রসন্ন থাকবে, আপনার সমস্যা সমাধানের ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে। বন্ধুদের সঙ্গে আনন্দে কাটবে আজকের দিন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ এমন মানুষদের মুখোমুখি হতে হবে যাঁরা সত্যিটা আপনার কাছ থেকে গোপন করে রাখবেন। তাই সতর্ক থাকুন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ কোনও কারণ ছাড়াই হতাশ লাগতে পারে, তবে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। নতুন কাজ নিয়ে মেতে থাকতে চাইলেও আগে হাতের কাজ শেষ করাটা জরুরি।
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। সব ছেড়ে আজ জীবনের বিশেষ কোনও সমস্যা সমাধানে আজ মন দিতে ইচ্ছা করবে, তবে তাড়াহুড়ো করবেন না, সবুরেই মেওয়া ফলে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। বন্ধুত্বের হাত ধরে আজ জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে, নিজেকে লুকিয়ে না রেখে এবার সকলের সামনে মেলে ধরতে হবে।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ষষ্ঠেন্দ্রিয় আজ অত্যন্ত সজাগ থাকবে, অতএব নিজের যা ঠিক মনে হচ্ছে তা-ই করুন। সুযোগের সদ্ব্যববহার সময়মতো না করলে পরে আফসোসে পড়তে হবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ কাজের চাপ হালকা হয়ে এলেও নিজের রুটিন এবার গুছিয়ে নিতে হবে, উপযুক্ত পরিকল্পনা ছাড়া কোনও কিছুই করে উঠতে পারবেন না আগামী দিনে।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কেরিয়ারের কথা আজ আপনাকে এতটাই ব্যতিব্যস্ত করে রাখবে যে পরিবারকে সময় দিতে অসুবিধা হবে, তবে চেষ্টা করলে ভারসাম্য রাখতে পারবেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনি কর্মক্ষেত্রে অফুরন্ত প্রশংসা এবং স্বীকৃতি পেতে চলেছেন, আপনার ব্যক্তিত্বের টানে আজ সবাই আকর্ষিত হবেন।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। পরিবার হোক বা কর্মক্ষেত্র- আজকের দিন অতীব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলেও তা গায়ে লাগবে না, বরং আপনি তা উপভোগই করবেন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ১ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement