TRENDING:

Saket Gokhale gets bail: ফের জামিন পেলেন সাকেত, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের

Last Updated:

প্রথম থেকেই সাকেতের গ্রেফতারি নিয়ে সরব হয় তৃণমূল৷ পশ্চিমবঙ্গের শাসক দলের অভিযোগ, তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার কারণেই হেনস্থা করা হচ্ছে সাকেতকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোরবি: তিন দিনের মধ্যে দ্বিতীয় বার গ্রেফতারির পরেও জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে৷ এ দিন গুজরাতের মোরবির জেলা আদালতে তোলা হয় সাকেতকে৷ সেখানেই জামিন পান তিনি৷ জামিনের পরেই সাকেতের সঙ্গে দেখা করেন দোলা সেন, শান্তনু সেন সহ তৃণমূল সাংসদরা৷
গ্রেফতারির পর তৃণমূল সাংসদদের সঙ্গে সাকেত গোখলে৷
গ্রেফতারির পর তৃণমূল সাংসদদের সঙ্গে সাকেত গোখলে৷
advertisement

গত সোমবার রাতে রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে মিথ্যে তথ্য পরিবেশনের অভিযোগ আনা হয় সাকেতের বিরুদ্ধে৷ অভিযোগ, মোরবিতে ব্রিজ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর সফরের খরচ নিয়ে ভুল তথ্য দিয়ে ট্যুইট করেছিলেন তৃণমূল মুখপাত্র৷

আরও পড়ুন: এক সপ্তাহে দু'বার গ্রেফতার! সাকেত ইস্যুতে রাজ্যসভায় সুর চড়াল তৃণমূল

advertisement

এই গ্রেফতারির পর সাকেত প্রথমে আদালত থেকে জামিন পান৷ কিন্তু বৃহস্পতিবার ফের তাঁকে গ্রেফতার করা হয় সাকেতকে৷ এবারে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনা হয় সাকেতের বিরুদ্ধে৷ সাকেতের গ্রেফতারির প্রতিবাদ করে ট্যুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: তিনদিনে ২ বার গ্রেফতার? সাকেতের আবেদন নিয়ে সোচ্চার তৃণমূল! গুজরাতে প্রতিনিধি দল

advertisement

প্রথম থেকেই সাকেতের গ্রেফতারি নিয়ে সরব হয় তৃণমূল৷ পশ্চিমবঙ্গের শাসক দলের অভিযোগ, তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার কারণেই হেনস্থা করা হচ্ছে সাকেতকে৷ সাকেতের সঙ্গে দেখা করতে এ দিনই গুজরাতে পৌঁছয় তৃণমূলের পাঁচ সাংসদের প্রতিনিধি দল৷ সেই দলে ছিলেন দোলা সেন, শান্তনু সেন, অসিত মাল, খলিলুর রহমান এবং সুনীল মণ্ডল৷ এ দিন রাজ্যসভাতেও সাকেতের গ্রেফতারি নিয়ে সরব হন তৃণমূল সাংসদ জহর সরকার৷

advertisement

সাকেতের ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সাকেত গোখলেকে হেনস্থার ঘটনায় গুজরাত পুলিশের বিরুদ্ধে যথাযথ তদন্তের আর্জি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজস্থান পুলিশকে অন্ধকারে রেখেই কোনও আদালতের নির্দেশ অথবা প্রয়োজনীয় নথি ছাড়া সাকেতকে জয়পুর থেকে গ্রেফতার করা হয়৷ শুধু তাই নয়, গুজরাতের ভোট প্রচারে পরেশ রাওয়াল, হিমন্ত বিশ্বশর্মাদের বিতর্কিত মন্তব্যও তুলে ধরা হয়েছে তৃণমূল সাংসদদের পক্ষ থেকে৷ কারণ গুজরাতে পুলিশ প্রশাসন এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনেই রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Saket Gokhale gets bail: ফের জামিন পেলেন সাকেত, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল