TRENDING:

Meerut Murder Case: ঠাস ঠাস করে চড়, চুলের মুঠি ধরে বেদম মার! জেলের ভিতরে সাহিলকে উত্তম মধ্যম দিল বন্দিরা

Last Updated:

জেলের ভিতরে সহবন্দিদের কাছে মার খেল সৌরভ হত্যায় অন্যতম অভিযুক্ত সাহিল শুক্ল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জেলের ভিতরে সহবন্দিদের কাছে মার খেল সৌরভ হত্যায় অন্যতম অভিযুক্ত সাহিল শুক্ল। মুসকান এবং সাহিল আপাতত দুজনেই মেরঠের চৌধুরি চরণ সিং জেলা কারাগারে বন্দি রয়েছে।
জেলের ভিতরেই মার খেল সাহিল।
জেলের ভিতরেই মার খেল সাহিল।
advertisement

জেল সূত্রে খবর, হত্যার নৃশংসতার কথা জানতে পেরেই সাহিলের উপর ক্ষিপ্ত হয়ে পড়ে বাকি বন্দিরা। তাঁকে ধরে ঠাস ঠাস করে চড় মারা হয়। তাঁর লম্বা চুলের মুঠি ধরেও মারতে থাকে বন্দিরা। এরপরেই সাহিলকে পাশের নিভৃত একটি ব্যারাকে সরিয়ে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ।

অন্যদিকে, মুসকান জেলে আসার পর থেকেই চুপচাপ রয়েছে বলে জানিয়েছে জেলকর্মীরা।

advertisement

আরও পড়ুন: বিতর্ক আর কুণাল কামরা যেন সমার্থক! এর আগেও জড়িয়েছিলেন একাধিক বিতর্কে, কে এই কুণাল কামরা?

তবে মুসকান যে চরম মাদকাসক্ত ছিল তা তাঁর হাতের সূচের দাগেই স্পষ্ট বলে জানিয়েছে তাঁরা। জেল সূত্রে খবর, জেলে আসার পর থেকে দুজনেই ড্রাগ না পেয়ে ছটফট করছে। এই পার্শ্বপ্রতিক্রিয়ায় কার্যত নাওয়া-খাওয়া ভুলেছে তাঁরা।

advertisement

আরও পড়ুন: দামি পোশাক থেকে নতুন মোবাইল কেনা, দুহাতে টাকা ওড়াত মুসকান! সামাল দিতে হিমশিম খেত সৌরভ

এই প্রসঙ্গে জেল সুপারিন্টেনডেন্ট বীরেশ রাজ শর্মা জানান, “সাহিল এবং মুসকান দুজনেই বহুদিন ধরে মাদক সেবন করত। এখন তা না পেয়ে অদ্ভুত আচরণ করছে।”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপাতত দুজনকেই ডাক্তারের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, সৌরভ হত্যায় অভিযুক্ত দুজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Case: ঠাস ঠাস করে চড়, চুলের মুঠি ধরে বেদম মার! জেলের ভিতরে সাহিলকে উত্তম মধ্যম দিল বন্দিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল