Kunal Kamra: বিতর্ক আর কুণাল কামরা যেন সমার্থক! এর আগেও জড়িয়েছিলেন একাধিক বিতর্কে, কে এই কুণাল কামরা? চেনেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উপমুখ্যমন্ত্রীকে জনপ্রিয় গান 'দিল তো পাগল হ্যায়' গানের শব্দ বদলে তাঁকে 'গদ্দার' বা 'বিশ্বাসঘাতক' বলার পর থেকেই সংবাদের শিরোনামে চলে এসেছেন তিনি। মুম্বই পুলিশ ডেকে পাঠিয়েছে তাঁকে। ভাঙচুর করা হয়েছে তাঁর স্টুডিয়োও।
বিতর্ক আর কুণাল কামরা যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। মূলত, রাজনৈতিক কৌতুকের জন্যই জনপ্রিয় কুণাল কামরা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে জনপ্রিয় গান 'দিল তো পাগল হ্যায়' গানের শব্দ বদলে তাঁকে 'গদ্দার' বা 'বিশ্বাসঘাতক' বলার পর থেকেই সংবাদের শিরোনামে চলে এসেছেন তিনি। মুম্বই পুলিশ ডেকে পাঠিয়েছে তাঁকে। ভাঙচুর করা হয়েছে তাঁর স্টুডিয়োও।
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, কলেজের দ্বিতীয় বর্ষে পড়াকালীন জনপ্রিয় চ্যানেলের তরফে ইন্টার্ন হিসাবে কাজ করার প্রস্তাব পান কুণাল। পড়াশোনা ছেড়ে চাকরিতে যোগ দেন তিনি। কিন্তু, সে কথা বাড়িতে জানাননি কুণাল। তিন বছর পর কুণালের বেতন বেড়ে পেয়ে ৩৫ হাজার টাকা হয়। তখন বাবা-মাকে কুণাল জানান যে, তিনি কলেজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন।
advertisement
তিন বছর ইন্টার্নশিপের পর আরও এক বছর ইন্টার্নশিপ হিসাবে কাজ করেন কুণাল। পরে পরিচালক প্রসূন পাণ্ডের সঙ্গে তাঁর প্রযোজনা সংস্থায় সহকারী প্রযোজক হিসাবে কাজ করতে শুরু করেন কুণাল। জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপন প্রযোজনা থেকে শুরু করে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে কর্মসূত্রে বৈঠক করতেন কুণাল। সেই সংস্থায় টানা ১১ বছর কাজ করেছিলেন তিনি।
advertisement
এরপরেই একদিন কুণালের এক বন্ধু তাঁকে ‘স্ট্যান্ড আপ কমেডি’ করার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই ২০১৩ সালে পেশাগত ভাবে ‘স্ট্যান্ড আপ কমেডি’র অনুষ্ঠান করতে শুরু করেন কুণাল। পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিতর্কেও জড়াতে শুরু করেন কুণাল। মুম্বইয়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। কিন্তু ২০১৮ সালে বিতর্কিত মন্তব্য করার জন্য সেই বাড়ি থেকে কুণালকে উচ্ছেদ করে দিয়েছিলেন তাঁর বাড়িওয়ালি।
advertisement
