TRENDING:

অযোধ্যায় হঠাত্‍‌ গেরুয়া-ভিড়, ১৪৪ ধারা বিতর্কিত জমিতে

Last Updated:

গেরুয়া বাহিনী এতদিন বলছিল, 'মন্দির ওহি বনায়েঙ্গে৷' এখন স্লোগান, 'মন্দির জলদি বনায়েঙ্গে৷' যার নির্যাস, অযোধ্যায় রাম মন্দির তৈরিতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের জন্য চাপ দিতে শুরু করে দিল শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অযোধ্যা: ভোটের মুখে হঠাত্‍ অযোধ্যা রাম মন্দির ইস্যুতে তীব্র আন্দোলন শুরু করল গেরুয়া ব্রিগেড৷ উদ্ধব ঠাকরের নেতৃত্বে অযোধ্যা রওনা হয়েছেন প্রচুর শিবসেনা সমর্থক৷ রবিবার অযোধ্যায় রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস-এর হুঙ্কার র‌্যালি৷ তাঁরাও লাখ দুয়েক কর্মী সমর্থক নিয়ে হাজির হচ্ছেন অযোধ্যায়৷ সব মিলিয়ে ৯২-এর বাবরি মসজিদ কাণ্ডের স্মৃতি উস্কে দিচ্ছে অযোধ্যার ঘটনাপ্রবাহ৷
advertisement

গেরুয়া বাহিনী এতদিন বলছিল, 'মন্দির ওহি বনায়েঙ্গে৷' এখন স্লোগান, 'মন্দির জলদি বনায়েঙ্গে৷' যার নির্যাস, অযোধ্যায় রাম মন্দির তৈরিতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপের জন্য চাপ দিতে শুরু করে দিল শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস৷ শুক্রবারই ৫টি ট্রেন ভর্তি শিবসেনা সমর্থক রওনা দিয়েছেন অযোধ্যায়৷ ইতিমধ্যে দুদিনের অযোধ্যা সফরে ফৈজাবাদ বিমানবন্দর পৌঁছে গিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ সোমবার বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম সভা৷ সেখানে এই ধর্মীয় সংগঠনের প্রায় ১ লক্ষ কর্মী-সমর্থক জড়ো হবেন৷ আরএসএস-এর ১ লক্ষ সমর্থক র‌্যালিতে থাকবেন৷ সঙ্গে বহু সাধু৷

advertisement

শিবসেনার হুঙ্কার, 'পহেলে মন্দির, ফির সরকার৷' ঘটনাপ্রবাহে স্পষ্ট, লোকসভার আগে হিন্দুত্ব ইস্যুতে এককাট্টা গেরুয়া দলগুলি৷ ফৈজাবাদ জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংলগ্ন বিতর্কিত এলাকায়৷ গেরুয়া বাহিনীর এই সব তাণ্ডব দেখে, অযোধ্যা ছেড়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ৷ গোটা রাজ্যজুড়ে রবিবারের ধর্মসভা নিয়ে সতর্কবার্তা জারি করেছে৷

অযোধ্যার এএসপি সঞ্জয় কুমারের কথায়, '১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬৮ কোম্পানি সশস্ত্র পুলিশ বাড়তি মোতায়েন করা হয়েছে অযোধ্যায়৷ সঙ্গে স্থানীয় পুলিশ তো থাকছেই৷' থানে থেকে ৫টি ট্রেনে ৪ হাজার শিবসেনা সমর্থক যাচ্ছেন অযোধ্যায়৷ দলের ২২ জন সাংসদ ও ৬২ জন বিধায়কও অযোধ্যাকে গেরুয়া রঙে লেপে দিতে হাজির থাকছেন সভায়৷

advertisement

আরএসএস-এর এক প্রবীণ নেতা জানাচ্ছেন, সংগঠনের ৮০ হাজার কর্মী অযোধ্যায় আসছে৷ তার মধ্যে ১৫ হাজার আসছেন ট্রেনে৷ ১৪ হাজার আসছেন মোটরবাইকে৷ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের কথায়, '১৭ মিনিটে বাবরি মসজিদ ধ্বংস করেছিলাম৷ কয়েকটা পেপার বানিয়ে অর্ডিন্যান্স বানাতে কত সময় লাগে? রাষ্ট্রপতি ভবন থেকে উত্তরপ্রদেশ সরকার, সব জায়গাতেই তো বিজেপি সরকার৷'

advertisement

আরও ভিডিও: নেতার ়ডাকে অযোধ্যায় রওনা শিবসেনার হাজার সমর্থকের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অযোধ্যায় হঠাত্‍‌ গেরুয়া-ভিড়, ১৪৪ ধারা বিতর্কিত জমিতে