TRENDING:

তার অভিশাপেই মুম্বই হামলায় প্রাণ হারান ATS প্রধান হেমন্ত করকরে, কুরুচিকর মন্তব্য সাধ্বী প্রজ্ঞার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: প্রচার শুরু করেই বিতর্কে জড়ালেন ভোপালের বিজেপি প্রার্থী মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷ তাঁর অভিশাপেই মুম্বই হামলায় প্রাণ হারিয়েছিলেন মাহারাষ্ট্রের সন্ত্রাসদমনকারী অফিসার হেমন্ত করকরে৷ দলীয় কর্মীদের সভায় নিজের মুখে একথা বলেন তিনি৷
advertisement

এদিন সভায় ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে তার অভিযুক্ত হওয়ার কথা বলার সময় কেঁদে ফেলন সাধ্বী প্রজ্ঞা৷ এই ঘটনায় বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত হয়েছিল তাঁর বাইক৷ মুখ্য অভিযুক্ত হিসেবে গ্রেফতার হন তিনি৷ সেই সময় তিনি অভিশাপ দিয়েছিলেন মহারাষ্ট্রের এটিএস-এর মুখ্য আধিকারিক হেমন্ত করকরেকে৷ সেই অভিশাপেই মুম্বই হামলার সময় হেমন্ত প্রাণ হারিয়েছিলেন বলে দাবি করেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এদিনের সভায় সাধ্বী বলেন, তদন্ত চলাকালীন তাকে জিজ্ঞাসাবাদের সময়ই তিনি হেমন্ত বলেছিলেন তেরা সর্বনাশ হোগা৷ আমাকে গ্রেফতার করার সময় থেকেই ওর জীবনে অশুভ সময় শুরু হয়েছিল৷ ঠিক ৪৫ দিন পর মুম্বই হামলায় ওর মৃত্যু হলে অশুভ সময় শেষ হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
তার অভিশাপেই মুম্বই হামলায় প্রাণ হারান ATS প্রধান হেমন্ত করকরে, কুরুচিকর মন্তব্য সাধ্বী প্রজ্ঞার