ক্রিকেট আর গাড়ি, এই ছিল তাঁর দুই শখ। অনেকেই হয়তো তাঁর গাড়ির শখের কথা জানেন না। এমনিতে তিনি ডাল-ভাতের মানুষ। সহজ, সরল জীবনযাপন করতেন। তবে ক্রিকেটের জন্য তিনি যেন সব করতে পারেন! দেশের খেলা মানে তিনি টিভির সামনে। সারা দেশে বহু মানুষ লতা মঙ্গেশকরের ক্রিকেটপ্রেমের কথা জানেন। এটাও জানেন, সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন ছিল!
advertisement
আরও পড়ুন- লতার মৃত্যুতে শোকস্তব্ধ পাকিস্তান! বাবর থেকে রামিজ রাজার শ্রদ্ধাজ্ঞাপন
সচিন তেন্ডুলকর একবার আই বলে ডেকেছিলেন লতা মঙ্গেশকরকে। আই অর্থাত্ মা। লতা মঙ্গেশকর নিজের কান জোড়াকে বিশ্বাস করতে পারেননি। তিনি বলেছিলেন, ''আমি তো বিশ্বাসই করতে পারছি না, সচিন আমাকে আই বলে ডাকল। ওর মুখ থেকে এই ডাকটা শুনে আমি আপ্লুত। ওর মতো ছেলেকে পেয়ে আমি ধন্য। ওর জন্য আমার আশীর্বাদ ও ভালবাসা থাকবে সব সময়।''
সচিন তেন্ডুলকর আজ মাতৃহারা। আই-কে হারিয়েছেন। এমন দিনে শোকবার্তায় সচিন কী লিখবেন! সেদিকেই নজর ছিল বহু মানুষের। শোকের কোনও সংজ্ঞা হয় না। শব্দ দিয়ে শোকের গভীরতা বোঝানো যায় না। সচিন তেন্ডুলকর সেই চেষ্টা করেনওনি। তিনি এদিন লিখেছেন, ''লতা দিদির জীবনে আমি সব সময় একটা অংশ হিসেবে ছিলাম। এটা আমার কাছে পরম সৌভাগ্যের। ওঁর চলে যাওয়ায় মনে হচ্ছে, আমার একটা সত্ত্বা হারিয়ে গেল। লতা মঙ্গেশকর তাঁর গানের মাধ্যমে আজীবন আমাদের মধ্যে থাকবেন।''
আরও পড়ুন- রাজ পরিবার বিয়ে হতে পারত, কিন্তু হল না, ‘তাঁর’ জন্যেই আজীবন অবিবাহিত লতা
এদিন লতা মঙ্গেশকরের শেষযাত্রায় ছিলেন সচিন তেন্ডুলকর। শেষযাত্রায় ছিলেন অমিতাভ বচ্চন সহ বহু তারকা।