চলতি বছরের মার্চ মাসে ব্রিটেনে ‘চ্যাথাম হাউস’-এর সামনে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক বিচ্ছিন্নতাবাদী, খালিস্তানপন্থী ব্যক্তি ছুটে আসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়ি লক্ষ্য করে। তখনই বলা হয়েছিল নিরাপত্তা বাড়ানো হবে। এছাড়া কি করে নিরাপত্তার বেষ্টনী ভেঙে তার সামনে বিচ্ছিন্নতাবাদী সমর্থক চলে আসতে পারে।
advertisement
বিদেশমন্ত্রী জয়শঙ্কর এমনিতেই জেড ক্যাটিগরির নিরাপত্তা পান। সর্বদা তাঁর সুরক্ষায় মোতায়েন থাকে ৩৩ জন CRPF কমান্ডোর একটি টিম।কেন্দ্রীয় এই হাই প্রোফাইল মন্ত্রীর বাসভবনের সামনে মোতায়েন থাকেন ১২ জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী। এছাড়াও ব্যক্তিগত স্তরে থাকেন ৬ জন পার্সোনাল সিকিউরিটি অফিসার। তিনটি শিফটে ১২ জন কমান্ডো থাকেন। সেটিও বাড়ানো হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2025 12:28 PM IST