নতুন করে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাজপথে উদ্দেশ্যহীনভাবে পায়চারি করার পর জঙ্গলে অদৃশ্য হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার৷ তার পর তার আর কোন চিহ্নই নেই! ট্যুইটবার্তা থেকে জানা যাচ্ছে তামিনলনাড়ুর ভলপাহাড়ি এলাকায় বাঘটিকে দেখতে পাওয়া গিয়েছে৷ যে আলোকচিত্রী প্রথমে ছবিটি তুলেছিলেন তাঁকে কৃতিত্বও দিয়েছেন সুশান্ত নন্দা৷ মহাকাব্যিক এই মুহূর্তকে লেন্সবন্দি করেছেন রাজ মোহন৷
advertisement
আরও পড়ুন : সঙ্গিনীকে হারিয়ে দীর্ঘ দিন নিঃসঙ্গ, শঙ্করকে জন্মভূমিতে ফেরত পাঠাতে সরব পশুপ্রেমীরা
সুশান্ত নন্দা শেয়ার করার পর ভিডিওটিতে ভিউজ ছাপিয়েছে ৪৫ হাজার৷ লাইক ৩ হাজারেরও বেশি৷ অনেকেই নিজেদের বাঘ দেখার স্মৃতি শেয়ার করেছেন ট্যুইটারে৷ আলোকচিত্রী রাজ মোহন ভিডিওটি শেয়ার করেছেন ট্যুইটার ও ইনস্টাগ্রাম পেজে৷ তিনি এবং তাঁর স্ত্রী স্ফূর্তি জানিয়েছেন ছবির নেপথ্যাকিহিনিও৷ লিখেছেন, ‘‘ঘুম থেকে উঠে দেখি বাঘ এবং স্থানুবৎ হয়ে গিয়েছিলাম যখন রাজ বাঘ-বাঘ-বাঘ বলে চিৎকার করে ওঠে৷’’ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল ভেসে যাচ্ছে উচ্ছ্বসিত প্রশংসায়৷ বেঙ্গালুরুর এই আলোকচিত্রী জানিয়েছেন একটি সূর্যাস্তের ছবির শ্যুট মনের মতো না হওয়ায় তিনি হতাশ হয়ে ঘুমিয়ে পড়েছিলেন৷
আরও পড়ুন : ডান হাঁটুতে তীব্র ছোবলের পরও বিষধরকে মুঠোবন্দি করলেন সর্প বিশারদ, দেখুন রোমহর্ষক ভিডিও
আরও পড়ুন : ব্রিটেনের রানি নবতিপর দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে আত্মপ্রকাশ রাজকীয় টোম্যাটো কেচাপের
মেঘলা আবহাওয়ায় ছবি তুলতে না পেরে হতাশ দম্পতি বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবেন৷ তিন দিন তাঁরা অপেক্ষা করেছিলেন ছবি তোলার জন্য৷ হাতি, সম্বর হরিণ, অজস্র পাখি-সহ বহু বন্য জীবজন্তু তাঁরা দেখেছেন৷ কিন্তু আচমকাই সকাল সাড়ে আটটা নাগাদ অবির্ভূত হয় বাঘ! আলোকচিত্রী জানিয়েছেন, তাঁদের গাড়ি থেকে মাত্র ১০ মিটার দূরেই ছিল বাঘটি৷ চতুষ্পদের রাজকীয় দেহভঙ্গি ভুলতে পারছে না এই দম্পতি৷ তবে যেমন আচমকা এসেছিল, সেরকমই বাঘটি তাদের নজর এড়িয়ে চলেও যায়৷ আর তাকে দেখা যায়নি৷ জানিয়েছেন আলোকচিত্রী স্ফূর্তি৷