TRENDING:

Gurugram Building Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মেঝে! গুরুগ্রামের বহুতলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১

Last Updated:

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে গুরুগ্রামের সেক্টর ১০৯-এর চিন্টেলস হাউসিং কমপ্লেক্স-এ৷ ওই বহুতলের সাত তলায় নির্মাণ কাজ চলাকালীনই ছাদের একাংশ ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ (Gurugram Building Collapse)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুরুগ্রাম: গুরুগ্রামের একটি হাউজিং কমপ্লেক্সের (Gurugram Building Collapse) ভিতরে থাকা বহুতলের ছাদের একাংশ ভেঙে পড়ে মৃ্ত্যু হল একজনের৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন আরও দু' জন৷ রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ তবে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা দু' জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা সকাল পর্যন্ত স্পষ্ট নয়৷
গুরুগ্রামের এই বহুতলেই দুর্ঘটনা ঘটে৷
গুরুগ্রামের এই বহুতলেই দুর্ঘটনা ঘটে৷
advertisement

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে গুরুগ্রামের সেক্টর ১০৯-এর চিন্টেলস হাউসিং কমপ্লেক্স-এ৷ ওই বহুতলের সাত তলায় নির্মাণ কাজ চলাকালীনই ছাদের একাংশ ভেঙে পড়ে বলে জানিয়েছে পুলিশ৷

আবাসনের ডি টাওয়ারে এই দুর্ঘটনাটি ঘটে৷ জানা গিয়েছে, সাত তলার একটি বহুতলের লিভিং রুমের ছাদ প্রথমে ভেঙে পড়ে৷ যার জেরে তার নীচের তলার ছাদ এবং মেঝেগুলিও পর পর ভেঙে পড়তে থাকে৷

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা রুখতে এবার রেলের 'রক্ষা কবচ'! কীভাবে কাজ করবে এটি, দেখুন

advertisement

ভয়াবহ এই দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে ছয় থেকে সাত জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হয়েছিল৷ পরে অবশ্য পুলিশের তরফে জানানো হয়, সবমিলিয়ে তিনজন ধ্বংসস্তূপের নীচে আটকে ছিলেন৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত মহিলা বহুতলটির তিন তলার বাসিন্দা ছিলেন৷ রাতেই তাঁর দেহ উদ্ধার করা হয়৷ এর পাশাপাশি দোতলার বাসিন্দা এক পুরুষ এবং মহিলাও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন৷

advertisement

আরও পড়ুন: পাহাড়ের খাঁজে আটকে ৪৫ ঘণ্টা, মৃত্যুমুখ থেকে যুবককে বাঁচাল কে? জানলে গর্ব হবে...

ঘটনার পরই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার ট্যুইট করে জানান, তিনি নিজে উদ্ধারকাজের তদারকি করছেন৷ স্থানীয় বিধায়কও জানিয়েছেন, ওই আবাসনের নির্মাণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ট্যুইটারে খাট্টার লেখেন, 'এনডিআরএফ এবং এসডিআরএফ-এর বাহিনী প্যারাডিসো হাইসিং কমপ্লেক্সে উদ্ধার কাজ চালাচ্ছে৷ আমি ব্যক্তিগত ভাবে উদ্ধারকাজে নজর রাখছি এবং প্রত্যেকের সুস্থ থাকার জন্য প্রার্থনা করছি৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram Building Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মেঝে! গুরুগ্রামের বহুতলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল