TRENDING:

রাজনীতিতে এ বার রবার্ট বঢরাও? আবেগঘন ফেসবুক পোস্টে ইঙ্গিত

Last Updated:

সনিয়া গান্ধির জামাইয়ের একটি আবেগঘন ফেসবুক পোস্ট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে৷ ফেসবুকে নিজের সমাজসেবার একগুচ্ছ আবেগপ্রবণ পোস্ট করলেন রবার্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্ত্রীর পর স্বামী? এ বার রাজনীতির ময়দানে নামার ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা৷ সনিয়া গান্ধির জামাইয়ের একটি আবেগঘন ফেসবুক পোস্ট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে৷ ফেসবুকে নিজের সমাজসেবার একগুচ্ছ আবেগপ্রবণ পোস্ট করলেন রবার্ট৷
advertisement

দেশের বিভিন্ন জায়গায় চ্যারিটির কাজের ছবি দিয়ে রবার্ট লিখেছেন, 'ইডি-র অফিসে বারবার জেরার মধ্যেও দেশের নানা প্রান্তে ঘুরে মানুষের জন্য কাজ করছি৷ আমি মনে করছি, মানুষের কাজে আরও বড় আঙিনায় নিজেকে সমর্পণ করা উচিত৷' একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা নিয়েও রবার্টের দাবি, দেশের আসল ইস্যু থেকে নজর সরানোর চেষ্টা করছে কেন্দ্র৷ রবার্ট লিখেছেন, 'বিভিন্ন সময় দেশের বহু জায়গায় গিয়েছি৷ নির্বাচনী প্রচারে গিয়েছি৷ উত্তরপ্রদেশেরও বিভিন্ন জায়গায় মানুষের ভালো, সম্মান পেয়ে আমি অভিভূত৷ এ বার মানুষের জন্য কিছু করতে চাই৷'

advertisement

আরও পড়ুন: ‘তুমি তোমার সেরাটা দিও’, স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে শুভেচ্ছা স্বামী রবার্ট বঢরার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও লিখেছেন, 'দিল্লি ও রাজস্থানে ইডি-র দফতরে প্রায় ৮ বার গিয়েছি৷ জেরার মুখোমুখি হয়েছি ঘণ্টার পর ঘণ্টা৷ তার মধ্যেও দৃষ্টিহীনদের স্কুল থেকে মাদার টেরেসার মিশন-- শিশুদের থেকে অনেক কিছু শিখেছি৷ কেরল, নেপাল ও অন্যান্য জায়গায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কাজ করেছি৷ দারুণ অভিজ্ঞতা৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাজনীতিতে এ বার রবার্ট বঢরাও? আবেগঘন ফেসবুক পোস্টে ইঙ্গিত