‘তুমি তোমার সেরাটা দিও’, স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে শুভেচ্ছা স্বামী রবার্ট বঢরার
Last Updated:
#নয়াদিল্লি: দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে এলেন প্রিয়াঙ্কা গান্ধি। কংগ্রেসের অনেকেই মনে করছিলেন, এই আগমন ছিল সময়ের অপেক্ষা। তাঁকে এআইসিসির সাধারণ সম্পাদক করে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হল। ২০১৯-এর ভোটের আগে এটাকে একটা মাস্টারস্ট্রোক বলেই মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে এমনও ইঙ্গিত, তাঁকে তাঁর মা সনিয়া গান্ধির জায়গায় রায়বরেলিতে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী করতে পারেন তাঁর ভাই তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।
আজ সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা ৷ আর এতে বেজায় খুশি প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা ৷ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁর স্ত্রী, স্বভাবতই খুশি তিনি ৷ ফেসবুকে নিজের সঙ্গে স্ত্রী প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করলেন রবার্ট ৷ এই সিদ্ধান্তটি নিয়ে পাকাপাকিভাবে ঘোষণার পরেই রবার্ট বঢরা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন,‘‘শুভেচ্ছা...তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে সব সময় পাশে আছি ৷ তুমি তোমার সেরাটা দিও ৷’’
advertisement
advertisement
Location :
First Published :
January 23, 2019 1:44 PM IST