জানা গিয়েছে, তিনজনই বাইকে চেপে নিজেদের বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় তাদের বাইক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে গিয়ে ধাক্কা মারে।
আরও পড়ুন: গভীর রাতে স্করপিও ও বাইকের ভয়ঙ্কর সংঘর্ষে ছিন্নভিন্ন শরীর! ৮ জনের মৃত্যু, ৫ পরিবারে হাহাকার…
তিন ছাত্র একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মৃতদের পরিচয় শিবা, অমিত এবং শোভিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বাড়ি হাসানপুর, থানা ডিডৌলি, জেলা আমরোহা। তারা সকলেই বিএসসি বায়োটেকনোলজির প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
আকস্মিক দুর্ঘটনার খবরে মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের নিস্তব্ধতা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি সনাক্ত করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় অন্য কোনও যানবাহনের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সঠিক কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।