TRENDING:

Road Accident: স্কুটির পিছনে ভয়াবহ ধাক্কা স্করপিও-এর! ১৫ ফুট উড়ে গিয়ে পড়ে শিশুর মৃত্যু

Last Updated:

Road Accident: স্কুটিকে জোরালভাবে ধাক্কা মারার পর শিশুটিকে চাপা দেন। শুধু তাই নয়, ধাক্কার পরে স্কুটিটি নিচে পড়ে যায়৷ গাড়িটি তখন পিছিয়ে গিয়ে আহত বাবা-মার উপর উঠে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জবলপুর: মধ্যপ্রদেশের জবলপুরে আবারও একটি হিট অ্যান্ড রান কেস সামনে এসেছে। এই দুর্ঘটনায় দেড় বছরের এক শিশুর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, তবে শিশুটির বাবা-মা আহত হয়েছেন।
স্কুটির পিছনে ভয়াবহ ধাক্কা স্করপিও-এর! ১৫ ফুট উড়ে গিয়ে পড়ে শিশুর মৃত্যু
স্কুটির পিছনে ভয়াবহ ধাক্কা স্করপিও-এর! ১৫ ফুট উড়ে গিয়ে পড়ে শিশুর মৃত্যু
advertisement

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায়, বাসের সঙ্গে ধাক্কায় টুকরো টুকরো থার! সেতুতে ঝুলে রইল বাস

এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্করপিও ড্রাইভার বিজয়ন্ত গঙ্গেলে-কে গ্রেপ্তার করেছে। পুলিশের মতে, অভিযুক্ত বিজয়ন্ত গঙ্গেলে রেলওয়ের কর্মী। অভিযোগ  যে, তিনি স্কুটিকে জোরালোভাবে ধাক্কা মারার পর শিশুটিকে চাপা দেন। শুধু তাই নয়, ধাক্কার পরে স্কুটিটি নিচে পড়ে যায়৷ গাড়িটি তখন পিছিয়ে গিয়ে আহত বাবা-মার উপর গাড়ি তুলে দেয়।

advertisement

এই দুর্ঘটনাটি ঘটেছিল জবলপুরের উখরি তিরাহে মঙ্গলবার রাত প্রায় ২টা নাগাদ। হিট অ্যান্ড রান কেসের একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। ভিডিওতে দেখা যায়, স্করপিও গাড়িটি শিশুটিকে চাপা দেওয়ার পর গাড়ি পিছিয়ে গিয়ে আবারও শিশুটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা থানার সামনে বিক্ষোভ করে অভিযুক্তের গ্রেপ্তারির দাবি জানান।

আরও পড়ুন: ভেঙে যাবে ২৫ বছরের যাবতীয় রেকর্ড! এই বছর তীব্র শীতে হাড় কাঁপবে সবার

advertisement

পুরো ঘটনার বিস্তারিত জানুন

তথ্য অনুযায়ী, দারহাই এলাকার বাসিন্দা হেমন্ত আগরওয়াল তার স্ত্রী এবং দেড় বছরের ছেলে প্রণয়কে নিয়ে স্কুটিতে বিজয়নগর থেকে বাড়ি ফিরছিলেন। তখন একটি স্করপিও গাড়ি তাদের স্কুটিকে পিছন থেকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কা খেয়ে স্কুটিতে বসা প্রণয় প্রায় ১৫ ফুট উঁচুতে  উঠে প্রায় উড়ে গিয়ে রাস্তায় পড়ে যায়। এই সময়, স্করপিও গাড়ির চালক গাড়ি সামনে-পিছনে করে বাচ্চার ওপর গাড়ি তুলে দেয়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

advertisement

দুর্ঘটনার পর, পথচারীরা গাড়ির চালককে থামানোর চেষ্টা করলেও তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে, স্থানীয়রা দুর্ঘটনায় আহত দম্পতি ও শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শিশুটি ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর, কোতওয়ালি থানা পুলিশ স্করপিও গাড়িটি খুঁজে বের করে আটক করে, কিন্তু চালক তখনো পালিয়ে ছিল। পরে, পুলিশ অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Road Accident: স্কুটির পিছনে ভয়াবহ ধাক্কা স্করপিও-এর! ১৫ ফুট উড়ে গিয়ে পড়ে শিশুর মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল