আরও পড়ুন: ফের কেঁপে উঠল পায়ের তলার জমি! তিব্বত থেকে দিল্লি-বিহার, গত ১৭ ঘণ্টায় দেশে ১০টি ভূমিকম্প…
ঘটনাটি সোমবার সকালে ঘটে। গাড়িতে থাকা লোকেরা রাজস্থানের ভরতপুর থানার নাদোই গ্রামের বাসিন্দা। পাঁচজন কুম্ভে স্নান করে বাড়ি ফিরছিলেন। পুলিশ আহতদের সিএইচসি-তে ভর্তি করেছে এবং মৃতদেহগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ শুরু করেছে।
advertisement
ফতেহপুরে প্রয়াগরাজ-কানপুর হাইওয়েতে মহাকুম্ভ ত্রিবেণী স্নান করে বাড়ি ফিরছিলেন ভক্তরা। তাদের ওয়াগনআর গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনায় চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়, অন্য গাড়ির যাত্রীরা আহত হন। দ্বিতীয় দুর্ঘটনাটি কাটোগন টোল প্লাজার কাছে ঘটে, যেখানে তীর্থযাত্রীদের আর্টিগা গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গুরুতর আহতদের হাইওয়ে অ্যাম্বুলেন্সের সাহায্যে সিএইচসি খাগায় ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মাত্র ৪ মাস আগেই পান সরকারি চাকরি! বেপরোয়া বাসের ধাক্কায় মৃত মহিলা শিক্ষিকা…
কানপুরের যশোদা নগরের বাসিন্দা কপিল বাজপেয়ী, তার স্ত্রী পূজা দেবী, পুত্র আদিত্য ও গৌরব ত্রিপাঠী, এবং দেড় বছর বয়সী পুত্র কেশব শনিবার মহাকুম্ভ প্রয়াগরাজ ত্রিবেণী স্নান করতে গিয়েছিলেন। রবিবার রাতে দুইটায় সঙ্গম স্নান করে ওয়াগনআর গাড়িতে বাড়ি ফিরছিলেন। খাগা কোতোয়ালি এলাকার পুরইন মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পিছন থেকে ধাক্কা মারে। তীব্র শব্দে তীর্থযাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে পৌঁছায়। মঝিলগাঁও চৌকি পুলিশ দ্রুত আহতদের হাইওয়ে অ্যাম্বুলেন্সে সিএইচসি খাগায় পাঠায়।
চৌকি ইনচার্জ বিকাশ সিংহ জানিয়েছেন, দুর্ঘটনায় গাড়ির সিটে আটকে থাকা চালক কপিল বাজপেয়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। একইভাবে কোতোয়ালি এলাকার টোল প্লাজার কাছে আর্টিগা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িতে থাকা কৃপাল কুমার, অঙ্কিত, অরবিন্দ, মঞ্জেশ, রুদ্র প্রতাপ, রামকিশোর (নিবাসী কোরছা জেলা মুরাইনা মধ্যপ্রদেশ) গুরুতর আহত হন। আহতরা জানিয়েছেন, তারা প্রয়াগরাজ মহাকুম্ভ ত্রিবেণী স্নান করতে যাচ্ছিলেন।
