TRENDING:

Poila Baishakh: পয়লা বৈশাখকে ‘প্রতিষ্ঠা দিবস’ ঘোষণার দাবি রাজ্যসভায়, তৃণমূল সাংসদ ঋতব্রতের জোরালো সওয়াল

Last Updated:

Poila Baishakh: রাজ্যসভায় বক্তব্য রাখেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গের ‘প্রতিষ্ঠা দিবস’ হিসেবে স্বীকৃতি দিক কেন্দ্রীয় সরকার। সেই দাবি তুলেছেন তিনি। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় ১ বৈশাখকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রস্তাব পাশ হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ রাজ্যসভায় বক্তব্য রাখেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গের ‘প্রতিষ্ঠা দিবস’ হিসেবে স্বীকৃতি দিক কেন্দ্রীয় সরকার। সেই দাবি তুলেছেন তিনি। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় ১ বৈশাখকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রস্তাব পাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই প্রস্তআব পাশ করেছিলেন। সেই বিষয়কে মনে করিয়ে সাংসদ বলেন, “১ বৈশাখের সঙ্গে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।” বাংলার পাঁচহাজার বছরের প্রাচীন ইতিহাসের কথাও স্মরণ করিয়েছেন তিনি। এশিয়ার প্রথম কলেজ, বিশ্ববিদ্যালয়, চিকিৎসাক্ষেত্র সব কিছুই শুরু হয়েছিল বাংলা থেকে।
* পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গের ‘প্রতিষ্ঠা দিবস’ হিসেবে স্বীকৃতি দিক কেন্দ্রীয় সরকার
* পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গের ‘প্রতিষ্ঠা দিবস’ হিসেবে স্বীকৃতি দিক কেন্দ্রীয় সরকার
advertisement

আরও পড়ুনঃ দই দিয়ে বাসি রুটি? চমকাবেন না, এটাই হতে পারে নিখুঁত ব্রেকফাস্ট, শরীর কী কী সুবিধা পাবে একবার দেখে নিন

১ বৈশাখ বাংলা নববর্ষের দিন পশ্চিমবঙ্গের ‘প্রতিষ্ঠা দিবস’ পালিত হোক। এই প্রস্তাব রাজ্যের শাসক দলের তরফে আনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বার্তাও দেন। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় ১ বৈশাখকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রস্তাব পাশ হয়েছিল। পরবর্তীতে এই দিনকে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণাও করে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে।বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছেন, তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে! তাই নিয়ে বিজেপিকে নিশানা করছেন তৃণমূল নেতৃত্ব। সংসদেও বাংলায় কথা বলা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। সেই আবহে এবার পশ্চিমবঙ্গের ‘প্রতিষ্ঠা দিবস’ প্রসঙ্গে জোরালো সওয়াল করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।পয়লা বৈশাখ, অর্থাৎ বাঙালির নববর্ষ। এই দিনেই বাঙালির অস্মিতাকে জাগাতে চায়  তৃণমূল কংগ্রেস।বাঙালির আবেগ, সংস্কৃতি, ইতিহাস ও পরম্পরাকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাগাতে চায় তৃণমূল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পেয়ারা মাখা, ঝালমুড়ি মাখা অতীত! এবার বাজার কাঁপাচ্ছে রসগোল্লা মাখা, কেক মাখা!
আরও দেখুন

গত কয়েকদিন ধরেই গো-বলয়ের রাজনীতি আমদানি করা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল। রাম নবমী পালন নিয়ে উন্মাদনা তৈরি করতে চাইছে বিজেপি। দেড় কোটি হিন্দুকে রাস্তায় নামানোর কথা বলছে বিজেপি। সেই সময়েই বিজেপির মোকাবিলায় বাংলা নববর্ষকে হাতিয়ার তৃণমূলের। কার্যত সংসদে দাঁড়িয়ে তাই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পয়লা বৈশাখকেই প্রতিষ্ঠা দিবস হিসাবে সংসদে তুলে ধরতে চেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Poila Baishakh: পয়লা বৈশাখকে ‘প্রতিষ্ঠা দিবস’ ঘোষণার দাবি রাজ্যসভায়, তৃণমূল সাংসদ ঋতব্রতের জোরালো সওয়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল