TRENDING:

Rising India 2023: ইউপিআই গ্রাহককে কখনই টাকা দিতে হবে না, এনপিসিআই প্রধান দিলেন বড় খবর

Last Updated:

Rising India 2023: তিনি এই মঞ্চ থেকে উল্লেখ করে বলেছেন, আগামী ২০ বছরের মধ্যে ভারতের অর্থনীতি অনেকটা পাল্টে যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিইও দিলীপ আসবে বুধবার প্রতিক্রিয়া দিলেন ইউপিআই পেমেন্টের বিষয় নিয়ে৷ নেটওয়ার্ক ১৮ আয়োজিত রাইজ ইন্ডিয়ার মঞ্চ থেকে তিনি পরিষ্কার করে দিলেন, সাধারণ ইউপিআই-এর গ্রাহককে কখনই লেনদেনের জন্য কোনও টাকা দিতে হবে না৷ সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংকড ইউপিআই বা সাধারণ কোনও ইউপিআই থেকে লেনদেনের জন্য কোনও টাকা দিতে হবে না৷
রাইজিং ইন্ডিয়ার প্যানেল
রাইজিং ইন্ডিয়ার প্যানেল
advertisement

রাইজিং ইন্ডিয়া সামিটের তৃতীয় পর্যায়ের মঞ্চে উপস্থিত থেকে তিনি বলেছেন, ‘‘সাধারণ মানুষকে কখনও ইউপিআই লেনদেনের জন্য কোনওরকম টাকা দিতে হবে না৷ এটি পিয়ার টু পিয়ার বা পিয়ার টু মার্চেন্ট পেমেন্টের জন্য কোনওরকম অর্থ দেওয়ার প্রয়োজন নেই৷ কোনও ব্যবসায়ীক সংস্থা বা মার্চেন্ট যদি ব্যবহারকারী হয়, তা হলে সেক্ষেত্রে সামান্য অর্থ দিতে হবে৷’’

advertisement

আরও পড়ুন - 'সমগ্র অনগ্রসর শ্রেণিকে অপমান করেও রাহুল ক্ষমা চাননি', নিউজ ১৮ রাইজিং ইন্ডিয়ায় মন্তব্য পীযূষ গোয়েলের

আরও পড়ুন - কীভাবে এত ‘ফিট’ থাকেন এস. জয়শঙ্কর? সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন বিদেশমন্ত্রী

তিনি এই মঞ্চ থেকে উল্লেখ করে বলেছেন, আগামী ২০ বছরের মধ্যে ভারতের অর্থনীতি অনেকটা পাল্টে যাবে৷ ভারত আর উন্নয়নশীল দেশ হিসাবে থাকবে৷ ভারত উন্নত দেশ হিসাবে পরিণগিত হবে৷ সিঙ্গাপুর মডেল গোটা পৃথিবীকে নতুন রাস্তা দেখিয়েছে৷ প্রমাণ করে দেখিয়েছে যে দু’টি দেশের মধ্যে মুহূর্তের মধ্যে ইউপিআই-এর ব্যবহার করে টাকা লেনদেন করতে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

তিনি আবারও ইউপিআউ লেনদেন নিয়ে বলেন, কোনও ব্যবসায়ীক সংস্থার সঙ্গে লেনদেনের জন্য সামান্য কিছু খরচা হবে৷ তবে ব্যক্তিগত কোনও মানুষের লেনদেনের জন্য কোনওরকম খরচা করতে হবে না কখনই৷ তাই এ নিয়ে কোনওরকম দুঃশ্চিন্তার কোনও কারণ নেই৷

বাংলা খবর/ খবর/দেশ/
Rising India 2023: ইউপিআই গ্রাহককে কখনই টাকা দিতে হবে না, এনপিসিআই প্রধান দিলেন বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল