আরও পড়ুনঃ রাইজিং ভারত সামিট ২০২৪-এ প্রকৃতি সংরক্ষণের জন্য হাজির থাকবেন এরিক সোলহেইম
অনুষ্ঠানে নীতীন গড়করি আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির কথা সবকা সাথ, সবকা বিকাশ। তিনি আবারও প্রধানমন্ত্রী হবেন, এবার আমরা ৪০০ পেরিয়ে যাব।’ রাইজিং ভারত সামিট ২০২৪-এ কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি মহারাষ্ট্রে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন ‘ আমার দল রাজ ঠাকেরের সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে, সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেবে। মহারাষ্ট্রে আসন বণ্টন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিএম শিন্ডে ইতিমধ্যেই মারাঠা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। এটি এখন আর কোনও সমস্যা নয়” তিনি যোগ করেছেন।
advertisement
রাজনীতির ক্ষেত্রে থেকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মহিলা এবং শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর, জি২০ শেরপা অমিতাভ কান্ত, বিজেপি নেতা কে. আন্নামালাই।
আন্তর্জাতিক স্তরের বক্তরাও এই শীর্ষ সম্মেলনে নিজেদের বক্তব্য রাখবেন। এঁদের মধ্যে অন্যতম হলেন মরিশাসের প্রাক্তন প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম, নরওয়ের প্রাক্তন পরিবেশ মন্ত্রী ও ইউএনইপি-র প্রাক্তন একজিকিউটিভ ডিরেক্টর এরিক সোলহাইম, ভিসা আইএনসি-র সিইও রায়ান ম্যাকানার্নি, গ্রিনল্যান্ডের প্রাক্তন প্রিমিয়ার অ্যালেকা হ্যামন্ড, মার্কিন সোশিওলজিস্ট ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর সালভাতোর ব্যাবোনস, আমেরিকার প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এবং আমেরিকার পলিটিক্যাল বিজ্ঞানী জন মিয়ারশাইমার।