Rising Bharat Summit 2024: রাইজিং ভারত সামিট ২০২৪-এ প্রকৃতি সংরক্ষণের জন্য হাজির থাকবেন এরিক সোলহেইম

Last Updated:

১৯ এবং ২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত সিএনএন-নিউজ ১৮-এর মার্কি লিডারশিপ কনক্লেভ ‘রাইজিং ভারত সামিট ২০২৪’-এর চতুর্থ সংস্করণে প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন নরওয়ের কূটনীতিক এবং প্রাক্তন রাজনীতিবিদ এরিক সোলহেইম।

এরিক সোলহেইম
এরিক সোলহেইম
নয়াদিল্লিঃ ১৯ এবং ২০ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত সিএনএন-নিউজ ১৮-এর মার্কি লিডারশিপ কনক্লেভ ‘রাইজিং ভারত সামিট ২০২৪’-এর চতুর্থ সংস্করণে প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন নরওয়ের কূটনীতিক এবং প্রাক্তন রাজনীতিবিদ এরিক সোলহেইম। ২০১৬ সালের মে থেকে ২০১৮ সালের নভেম্বরর পর্যন্ত তিনি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক ছিলেন।
আরও পড়ুনঃ রাইজিং ভারত সামিট ২০২৪ উপস্থিত থাকছেন রাজনীতি ও কূটনীতির সব্যসাচী অমিতাভ কান্ত
অর্ন্তদৃষ্টিমূলক বিশ্লেষণ, চিন্তা চেতনায় জোয়ার আনার মতো সক্ষম প্যানেল এবং দূরদৃষ্টিমূলক বক্তব্যের মাধ্যমে ‘রাইজিং ভারত’-এর লক্ষ্য হল, সারা বিশ্বে ভারতের প্রভাবের বহুমুখী মাত্রা এবং তার মন্ত্র ‘লিডিং ফর গ্লোবাল গুড’-এর মধ্য দিয়ে সকলের জন্য ন্যয়সঙ্গত এবং সুন্দর ভবিষ্যতের সন্ধান করা। অনুষ্ঠানের মূল বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
জাতিসংঘের পরিবেশ কর্মসূচিতে যোগ দেওয়ার আগে এরিক সোলহেইম অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার উন্নয়ন সহায়তা কমিটির চেয়ারম্যান ছিলেন। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি নরওয়ের পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়ন দফতরের মন্ত্রিত্ব সামলেছেন। তার আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত এরিক আন্তর্জাতিক উন্নয়ন দফতরের মন্ত্রী হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, এরিক অভিজ্ঞ ‘পিস নেগোশিয়েটর’। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় শান্তি প্রক্রিয়ার প্রধান সহায়ক হিসেবে কাজ করেছেন এরিক সোলহেইম।
advertisement
advertisement
সরকার ও আন্তর্জাতিক উন্নয়নে কাজ করার পাশাপাশি এরিক সোলহেইম জাতিসংঘে পরিবেশের বিশেষ দূত হিসেবে পরিবেশ, সংঘাত এবং দুর্যোগ এবং প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়নের প্রকৃতি পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছেন। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের (ইউএনইপি) ডিরেক্টর হিসেবে একাধিকবার ভারতে এসেছেন এরিক। এ দেশের পরিবেশ সংক্রান্ত উদ্যোগ, সৌর বিদ্যুৎ-সহ একাধিক কাজের প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। জলবায়ু পরিবর্তন রোধে ভারতে বৈদ্যুতিক যানবাহন চালুর উপরও জোর দিয়েছিলেন তিনি।
advertisement
জলবায়ু এবং পরিবেশের উপর কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কার পেয়েছেন এরিক সোলহেইম। এর মধ্যে জাতিসংঘের পরিবেশের চ্যাম্পিয়নস অফ দ্য আর্থ পুরস্কার, টাইম ম্যাগাজিনের হিরো অফ দ্য এনভায়রনমেন্ট এবং ভারতের দিল্লিতে TERI বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট অন্যতম।
বাংলা খবর/ খবর/দেশ/
Rising Bharat Summit 2024: রাইজিং ভারত সামিট ২০২৪-এ প্রকৃতি সংরক্ষণের জন্য হাজির থাকবেন এরিক সোলহেইম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement