TRENDING:

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ল গন্ডার, তার পর? ভিডিও ট্যুইট করলেন অসমের মুখ্যমন্ত্রী

Last Updated:

সিসিটিভি-তে ধরা পড়া দশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে,জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আচমকাই ট্রাকটির সামনে চলে আসে গন্ডারটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল একটি গন্ডার৷ আর ঠিক তখনই উল্টো দিক দিয়ে ছুটে আসছিল একটি বিশাল ট্রাক৷ রাস্তা পার হতে গিয়ে সরাসরি সেই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগল গন্ডারের৷ যদিও বরাতজোরে প্রাণে বেঁচে যায় সেটি৷
ট্রাকের সঙ্গে গন্ডারের ধাক্কা৷
ট্রাকের সঙ্গে গন্ডারের ধাক্কা৷
advertisement

এমনই ঘটনার ভিডিও নিজেই ট্যুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, জঙ্গলের ভিতরে কোনও ধরনের অনুপ্রবেশ সরকার বরদাস্ত করবে না৷ পশুদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে ৩২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর বা উড়ালপথ তৈরি করা হবে বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: মোষের পর এবার গরুকে ধাক্কা! ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস

advertisement

সিসিটিভি-তে ধরা পড়া দশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে,জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আচমকাই ট্রাকটির সামনে চলে আসে গন্ডারটি৷ শেষ মুহূর্তে গন্ডারটিকে বাঁচিয়ে পাশ দিয়ে বেরনোর চেষ্টা করেন ট্রাক চালক৷ কিন্তু তাতেও সংঘর্ষ এড়ানো যায়নি৷ ট্রাকের ধাক্কায় রাস্তার উপরেই পড়ে যায় গন্ডারটি৷ বরাতজোরে ট্রাকের চাকার তলায় পড়েনি সেটি৷

ধাক্কা মারার পরই ট্রাকটি সেখান থেকে বেরিয়ে যায়৷ গন্ডারটিও উঠে গিয়ে জঙ্গলে ফিরে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু সংঘর্ষের অভিঘাতে বেসামাল হয়ে গিয়ে ফের রাস্তার উপরে পড়ে যায় সেটি৷ শেষ পর্যন্ত অবশ্য উঠে দাঁড়িয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায় গন্ডারটি৷ হিমন্ত বিশ্বশর্মাও জানিয়েছেন, গন্ডারটি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: কেরলে মুখোমুখি সংঘর্ষ দুই বাসের, ৫ পড়ুয়া-সহ মৃত ৯, আহত ৩৫

ট্যুইটারে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, 'গন্ডাররা আমাদের বিশেষ বন্ধু৷ তাদের এলাকায় কোনও রকমের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না৷ হলদিবাড়ির এই ঘটনায় গন্ডারটি প্রাণে বেঁচে গিয়েছে৷ অভিযুক্ত ট্রাকটিকে ধরা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে৷ কাজিরঙ্গার প্রাণীদের বাঁচানোর লক্ষ্যে ৩২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর তৈরির করা যায় কি না, আমরা তা খতিয়ে দেখছি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

যদিও মুখ্যমন্ত্রীর এই ট্যুইটের জবাব দিতে গিয়ে একজন বলেছেন, 'এক্ষেত্রে ট্রাক চালকরে কিছুই করার ছিল না৷ মুহূর্তের মধ্যে বরং গন্ডারটিকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছেন তিনি৷ সমস্যা এড়াতে আন্ডারপাস তৈরি করুন৷ জরিমানা করে সমস্যার সমাধান হবে না৷' আর একজন ট্যুইটার ব্যবহারকারীও লিখেছেন, এলিভেটেড করিডর তৈরি করতে গেলে বহু গাছ কাটতে হবে, সবুজ ধ্বংস হবে৷ তার বদলে নুমালিগড়ে ব্রহ্মপুত্রের উপরে সেতু তৈরি হয়ে গেলে সমস্ত ভারী যানবাহনকে সেই পথে পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ল গন্ডার, তার পর? ভিডিও ট্যুইট করলেন অসমের মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল