শুনে প্রধান বিচারপতি বলেন, “আমরা নিশ্চিত করব কোনও আইনজীবীর উপর যেন কোনও রকমের হামলা বা হুমকি না হয় বা তাঁদের সম্মান নিয়ে কোনও ছিনিমিনি খেলা না হয়”।
আরও পড়ুন: আন্ডারপাসের জমা জলে বিলাসবহুল গাড়ি আটকে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজারের
সিবিআই আদালতে আরজি কর মামলার স্টেটাস রিপোর্ট জমা দিল। স্টেটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, “চার্জশিট কবে গঠন করা হবে?” সিবিআই জানায়, প্রথম গ্রেপ্তারির ৬০-৯০ দিনের মধ্যে।
advertisement
তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বড় মন্তব্য শীর্ষ আদালতের। আদালত জানায়, আমরা প্রকাশ্যে আনতে পারব না তদন্তের গতিপ্রকৃতি। আগামী দিনের তদন্তের স্বার্থে গতিপ্রকৃতি প্রকাশ্যে আনা হবে না।
অনেক টানাপড়েনের পরে সোমবার সন্ধে থেকে রাত পর্যন্ত বৈঠক হয় মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের। সেই বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়। দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি সরানো হয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকেও৷ এ দিন কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷