আরও পড়ুন- বাবর লেনের নাম পরিবর্তন করে হোক বিপ্লবী ক্ষুদিরাম বসু লেন, দাবি বিজেপির!
বছর আটত্রিশের দানিশ সিদ্দিকী গত বছরের জুলাইয়ে আফগানিস্তানে একটি খবর সংগ্রহে যান। কান্দাহারের স্পিন বোল্ডাক জেলায় আফগান সেনা এবং তালিবানদের মধ্যে যে সংঘর্ষ চলছিল তার ছবি তুলতে গিয়ে দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়েন দানিশ। কর্মক্ষেত্রেই প্রাণ হারান তিনি। দ্বিতীয়বার রয়টার্সের এই সাংবাদিক পুলিৎজার পুরস্কার অর্জন করলেন। রোহিঙ্গা সংকটের কভারেজের জন্য রয়টার্স দলের অংশ হিসেবে ২০১৮ সালেও তিনি এই বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন। আফগানিস্তান সংঘাত, হংকংয়ের বিক্ষোভ এবং এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্যান্য প্রধান ঘটনাগুলিকে নিজের ক্যামেরায় ধরেছিলেন দানিশ।
advertisement
আরও পড়ুন- দুই ভারত গড়েছেন প্রধানমন্ত্রী মোদি! একটা ধনীদের আর একটা গরিবদের: রাহুল গান্ধি
“এটা একটা মিশ্র অনুভূতি। পুরস্কারের কথা জানতে পারলে ও অবশ্যই খুশি হত। দানিশ ওর নিষ্ঠা, কঠোর পরিশ্রম, মূল্যবোধ দিয়ে কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে, নিজের পরিবারকে এবং সাংবাদিক সমাজকে গর্বিত করেন,” স্মৃতি চারণায় জানান তাঁর বাবা।