প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার মিশরের সশস্ত্র বাহিনীর ১২০ জন সদস্য যোগ দিতে চলেছেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মোট ৫০ টি বিমান ও হেলিকপ্টারের ফ্লাইপাস্ট হবে। যার মধ্যে যুদ্ধবিমান থাকবে ২৩ টি। গতবারের মতোই এবারও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের। যাদের নামকরণ করা হয়েছে শ্রমযোগী।
advertisement
তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভিআইপি এবং অন্যান্য অফিসারদের আমন্ত্রণপত্রে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। গত বছর ভিআইপি এবং অফিসার-সহ মোট আসন সংখ্যা ছিল এক লাখ। এবার তা কমিয়ে আনা হয়েছে মাত্র ৪৫ হাজারে। যার মধ্যে ৩২ হাজার আসন থাকবে জনগণের জন্য।
এদিকে, গতবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলোকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য চাপান উতোর তুঙ্গে ছিল। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজধানীর রাজপথে কুচকাওয়াজের পর বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো অংশগ্রহণ করে। কিন্তু গত বছর প্রস্তুতির পরও ছিল না পশ্চিমবঙ্গের কোনও ট্যাবলো। তবে এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার বিশেষ ট্যাবলো। ইউনেস্কোর হেরিটেজ তকমা উদযাপন করতে এবার রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার মা দুর্গার বিশেষ ট্যাবলো অংশ নেবে।
দু'বছর পর এবার দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগদান করছে পশ্চিমবঙ্গ। অতীতে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাকে বঞ্চনার অভিযোগ উঠলেও তাৎপর্যপূর্ণভাবে এ বছর ২৬ জানুয়ারির কুচকাওয়াজে জায়গা পেয়েছে বাংলা। বিহার বা ওড়িশার মতো পূর্ব ভারতের রাজ্যগুলি এবার দিল্লির রাজপথ ট্যাবলো প্রদর্শন থেকে বাদ পড়লেও তালিকায় আছে এ রাজ্যের নাম রয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন, নতুন বছরেও খুলল না কপাল, ফের জেল হেফাজতেই অনুব্রত মণ্ডল
আরও পড়ুন, ভয়াবহ ঘটনা এনজেপি স্টেশনে! মৃত এক সেনা, আহত আরও ৪ জওয়ান! কী ঘটল এমন?
আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার বিশেষ ট্যাবলো। যা মূলত তুলে ধরবে বাংলার সবচেয়ে বড় উৎসবের ঝলক। ট্যাবলোতে থাকবে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের মূর্তি। এবার বাংলার ট্যাবলোর থিম ও বিষয় ভাবনায় রয়েছে নারী ক্ষমতায়ন । আর মা দুর্গা সেই ক্ষমতায়নেরই প্রতীক বলে জানিয়েছে রাজ্য সরকার।