এনডিএমসি চেয়ারম্যানের কাছে লেখা চিঠিতে দিল্লি বিজেপি সভাপতি জানান, স্বাধীনতার এত বছর পেরিয়ে আসা সত্ত্বেও দিল্লির কিছু রাস্তার নাম ‘দাসত্বের প্রতীক’। তুঘলক রোডকে গুরু গোবিন্দ সিং এবং বাবর লেনের নাম পরিবর্তন করে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামে নামকরণের দাবি জানান আদেশ গুপ্ত।
আরও পড়ুন- দুই ভারত গড়েছেন প্রধানমন্ত্রী মোদি! একটা ধনীদের আর একটা গরিবদের: রাহুল গান্ধি
advertisement
তাঁর আরও পরামর্শ, আওরঙ্গজেব লেনের নাম পরিবর্তন করে ডক্টর এপিজে আবদুল কালাম লেন, হুমায়ুন রোডকে মহর্ষি বাল্মিকী রোড এবং শাহজাহান রোডকে জেনারেল বিপিন রাওয়াত রোড নামে ডাকা উচিত। “আমাদের দাবি, তুঘলক, যা কী না দাসত্বের প্রতীক তা বদলে মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গুরু গোবিন্দ সিং মার্গ হিসেবে নাম পরিবর্তন করা হোক,” বলেন আদেশ গুপ্ত।
আরও পড়ুন- যত বেশি ঘাঁটবেন সোশ্যাল মিডিয়া তত বেশি ভুগবেন হতাশা আর ডিপ্রেশনে: গবেষণা
শুধু তাই নয়, রাজপুত যোদ্ধার ৪৮২ তম জন্মবার্ষিকীতে মহারাণা প্রতাপের (যিনি মুঘলদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং “হিন্দুদের গর্ব”) নামে আকবর রোডের নামকরণের দাবিও জানিয়েছেন তিনি।