TRENDING:

পড়ল লালকালির দাগ, যেন শ্মশানের স্তব্ধতা যোশীমঠে! হোটেলে আংশিক বন্ধ বিদ্যুৎ

Last Updated:

যোশীমঠের প্রশসানের তরফ থেকে বলা হয়েছে, মোট ৬৭৮টি বাড়িকে নিরাপত্তাহীন বলে চিহ্নিত করেছেন প্রশাসন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যোশীমঠ যেন চোখের সামনে মিলিয়ে যেতে বসেছে ধুলোয়৷ দীর্ঘদিনের স্মৃতি, ভিটেবাড়ি চোখের জলে ছাড়তে বাধ্য হচ্ছেন স্থানীয় মানুষেরা৷ সব মিলিয়ে এক আতঙ্কের পরিবেষ তৈরি হয়েছে যোশীমঠ জুড়েই৷ যেন এক বাতিল পাহাড়ি শহরে রাতারাতি পরিণত হয়েছে সুন্দরী যোশীমঠ৷
advertisement

খবর পাওয়া গিয়েছে. ‘মাউন্ট ভিউ’, ‘মলারি ইন’- সহ বেশ কয়েকটি হোটেলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ যোশীমঠের শহুরে এলাকায় বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ এর ফলে অন্ধকারে ডুবে গিয়েছে প্রায় ৫০০-এর অধিক বাড়ি৷

আরও পড়ুন: মোক্ষম সময়ে জালে আইএস জঙ্গি সাদ্দাম, জেরায় ভয়ঙ্কর তথ্য়! মধ্য়প্রদেশে ধৃত আরও এক

advertisement

আরও পড়ুন: প্রাথমিকে চাকরির নামে লাখ লাখ টাকার প্রতারণার বিরাট অভিযোগ! গ্রেফতার বাংলার শিক্ষক

এ ভাবে হঠাৎ করে বাড়ি ভাঙার বিষয়ে আপত্তি জানিয়েছেন যোশীমঠের হোটেল মালিকেরা৷ তাঁরা বলেছেন, এ কথা সত্যি যে বিভিন্ন হোটেল ও বাসভবনে বড়বড় ফাটল দেখা দিয়েছে৷ কিন্তু সে-সব যে ভেঙে ফেলা হবে, তা নিয়ে সরকারি কোনও নির্দেশনামা আগে থাকতে তাঁদের কাছে আসেনি৷ তাঁরা এ কথা জানতে পেরেছেন খবরের কাগজ মারফত ও অন্য সংবাদমাধ্যম মারফত৷ এ ভাবে সব ভেঙে দেওয়া চলবে না৷ একক ভাবে একটি ক্ষতিপুরণের ব্যবস্থা করতে হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

যোশীমঠের প্রশসানের তরফ থেকে বলা হয়েছে, মোট ৬৭৮টি বাড়িকে নিরাপত্তাহীন বলে চিহ্নিত করেছেন প্রশাসন৷ ইতিমধ্যে সেখানে যে কোনও রকম বিপর্যয় এড়াতে রাখা হয়েছে এনডিআরএফ-এর দল৷ বিপজ্জনক বাড়িগুলিকে লাল কালিতে চিহ্নিত করে দিয়েছে প্রশাসন৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী বলেছেন, এখন প্রশাসনের লক্ষ্য মানুষের প্রাণ বাঁচানো৷ কোনও প্রাণহানী ছাড়া যাতে যোশীমঠকে সুরক্ষিত রাখা যায়, তার চেষ্টা করবে প্রশাসন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পড়ল লালকালির দাগ, যেন শ্মশানের স্তব্ধতা যোশীমঠে! হোটেলে আংশিক বন্ধ বিদ্যুৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল