TRENDING:

Supreme Court: রাজ্যের তকমা ফিরে পেতে চলেছে জম্মু ও কাশ্মীর! যে কোনও দিনই হবে ভোট, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

Last Updated:

জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারা বাতিলকে ‘চ্যালেঞ্জ’ করে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ সেই মামলারই শুনানি চলছে৷ গত মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রের তথ্য তলব করেছিল সুপ্রিম কোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে যে কোও দিন নির্বাচন ঘোষণা হতে পারে৷ কিন্তু, গোটা বিষয়টাই নির্ভর করছে নির্বাচন কমিশন এবং জম্মু-কাশ্মীরের স্টেট পোল প্যানেলের উপরে৷ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের সামনে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, জম্মু ও কাশ্মীরে তিনটি পর্যায়ে নির্বাচন হবে৷ প্রথমে হবে পঞ্চায়েত নির্বাচন, তারপরে পুর নির্বাচন এবং তারপরে বিধানসভা নির্বাচন৷
advertisement

জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারা বাতিলকে ‘চ্যালেঞ্জ’ করে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ সেই মামলারই শুনানি চলছে৷ আজও ছিল শুনানি। গত মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রের তথ্য তলব করেছিল সুপ্রিম কোর্ট৷

আরও পড়ুন: রাহুল গান্ধির জায়গা নিল কেজরিওয়ালের মুখ! INDIA-র বৈঠকের আগে জোড়াল পোস্টার বিতর্ক

advertisement

ওইদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অ্যাটর্নি জেনারেল এবং কেন্দ্রীয় সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছিসেন, তাঁরা যেন কেন্দ্রের কাছে জেনে আসেন, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রের কোনও ‘টাইমফ্রেম’ আছে কি না৷ এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ‘রোডম্যাপ’ই বা কি, তা নিয়েও জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি৷

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‘গণতন্ত্র ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই রকম পরিস্থিতি চিরকাল চলতে পারে না…’’

advertisement

যদিও জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার আদালতকে কোনও নির্দিষ্ট ‘টাইমফ্রেম’ দিতে অস্বীকার করে কেন্দ্র৷

আরও পড়ুন: এস পি সিনহার লিঙ্কম্যান প্রসন্ন রায়ের জামিনের আর্জি খারিজ, গ্রুপ ডি মামলায় কড়া নির্দেশ আদালতের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

২০১৯-এর ৩১ অক্টোবরের পর থেকে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা যা এতদিন ওই রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দিত, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক৷ ভেঙে দেওয়া হয় সেখানকার বিধানসভা৷ তৈরি করা হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামের কেন্দ্রশাসিত অঞ্চল৷ তখনই অবশ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: রাজ্যের তকমা ফিরে পেতে চলেছে জম্মু ও কাশ্মীর! যে কোনও দিনই হবে ভোট, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল