TRENDING:

Ration Card: কোটি কোটি মানুষের জন্য জরুরি...! 'কোন' রেশন কার্ডে কত কেজি চাল-গম-চিনি? জানুন গুরুত্বপূর্ণ আপডেট

Last Updated:

Ration Card: রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চাইছে রাজ্যের খাদ্য এবং খাদ্য সরবরাহ দফতর। আর সে জন্য নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। গ্রাহকরা কত পরিমাণ চাল বা গম এবং অন্য সামগ্রী পাবেন তা প্রকাশ্যে লিখে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রেশন ডিলারদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোনও মানুষ কোনওভাবেই যেন রেশন সুবিধে থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করেছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য এবং খাদ্য সরবরাহ দফতর জানিয়েছে, তারা রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চাইছে। আর সে জন্য নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। গ্রাহকরা কত পরিমাণ চাল বা গম এবং অন্য সামগ্রী পাবেন তা প্রকাশ্যে লিখে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রেশন ডিলারদের। আছে একাধিক কার্ড। গ্রাহকদের আর্থিক এবং সামাজিক অবস্থা বিবেচনা করে কার্ডের বিভিন্ন রকম শ্রেণি বিভাগ করা হয়েছে। এই কার্ডের ধরন অনুসারেই গ্রাহক বা উপভোক্তাদের রেশন দেওয়া হয়। এই ভাগ গুলি হল AAY, PHH, SPHH, RKSY I এবং RKSY
যদি গ্রামে বাড়ি হয় সেক্ষেত্রে বছরে ২ লক্ষ বা তার থেকে বেশি রোজগার হয় সেক্ষেত্রেও এই প্রকল্পের সুবিধা পাবেন না রেশন গ্রহীতারা ৷ প্রতীকী ছবি ৷
যদি গ্রামে বাড়ি হয় সেক্ষেত্রে বছরে ২ লক্ষ বা তার থেকে বেশি রোজগার হয় সেক্ষেত্রেও এই প্রকল্পের সুবিধা পাবেন না রেশন গ্রহীতারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement

কোন কার্ডে কত সামগ্রী?

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-এর গ্রাহকরা পরিবারপিছু প্রতিমাসে ২১ কেজি চাল পাবেন। সেই সঙ্গে পরিবার পিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম পাবেন। এই গ্রাহকরা মাসে, পরিবার পিছু ১ কেজি চিনিও পাবেন।

আরও পড়ুন: কোটি কোটি মানুষের জন্য সুখবর! রেশন কার্ড প্রসঙ্গে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

advertisement

আরও পড়ুন: হাওড়া-পুরী না হাওড়া রাঁচি...? কোন রুটে ছুটবে বাংলার নতুন বন্দে ভারত এক্সপ্রেস? কবে শুরু পরিষেবা? বিগ আপডেট

Priority Household বা PHH –এর গ্রাহকরা পাবেন চাল এবং আটা বা গম। এই গ্রাহকদের মাথা পিছু ৩ কেজি করে চাল, মাথা পিছু ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন।

advertisement

Special Priority Household বা SPHH কার্ড যাদের আছে তাঁরাও মাথা পিছু ৩ কেজি করে চাল, মাথা পিছু ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন। RKSYI গ্রাহক রা মাথা পিছু ৫ কেজি করে চাল এবং RKSYII গ্রাহকরা মাথা পিছু ২ কেজি করে চাল পাবেন।

advertisement

আরও পড়ুন: 'কী' কারণে পুকুরে ফোন ফেলেছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ...? নিয়োগ দুর্নীতি কাণ্ডে CBI-এর পর্দাফাঁস!

রাজ্যের রেশন গ্রাহকদের চাল, গম এবং আটা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। কেবল মাত্র চিনির জন্য দাম লাগে। যে গ্রাহকরা চিনি পান, তাদের এক কেজি চিনির দাম পড়ে ১৩ টাকা ৫০ পয়সা। সুবিধা পাবে বিশেষ ভাবে সক্ষমরাও। এখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করা বাধ্যতামূলক করা হয়েছে।

advertisement

কিন্তু, পরিবারে বিশেষ ভাবে সক্ষম এমন ব্যক্তি আছেন যারা আধার কার্ড বানাতে পারছেন না। এই সমস্ত ব্যক্তিরা বা কোন উপযুক্ত কারণে আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে না পারলে অন্য কাউকে মনোনয়ন করতে পারবেন। এই জন্য অনলাইনে বা খাদ্য পরিদর্শকের অফিসে ফর্ম ১৫ জমা দিয়ে তা করতে পারবেন। এমন দুজনকে ঠিক করা যাবে, যারা ওই ব্যক্তি যে ডিলারের কাছে রেশন সামগ্রী নেন তাঁরাও সেখানের গ্রাহক। তাঁরা ওই ব্যক্তির হয়ে রেশন সামগ্রী তুলে দিতে পারবেন। একই সুবিধা পাবেন ওই পরিবারের বয়স্করাও।

বাংলা খবর/ খবর/দেশ/
Ration Card: কোটি কোটি মানুষের জন্য জরুরি...! 'কোন' রেশন কার্ডে কত কেজি চাল-গম-চিনি? জানুন গুরুত্বপূর্ণ আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল