কোন কার্ডে কত সামগ্রী?
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-এর গ্রাহকরা পরিবারপিছু প্রতিমাসে ২১ কেজি চাল পাবেন। সেই সঙ্গে পরিবার পিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম পাবেন। এই গ্রাহকরা মাসে, পরিবার পিছু ১ কেজি চিনিও পাবেন।
আরও পড়ুন: কোটি কোটি মানুষের জন্য সুখবর! রেশন কার্ড প্রসঙ্গে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
advertisement
Priority Household বা PHH –এর গ্রাহকরা পাবেন চাল এবং আটা বা গম। এই গ্রাহকদের মাথা পিছু ৩ কেজি করে চাল, মাথা পিছু ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন।
Special Priority Household বা SPHH কার্ড যাদের আছে তাঁরাও মাথা পিছু ৩ কেজি করে চাল, মাথা পিছু ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন। RKSYI গ্রাহক রা মাথা পিছু ৫ কেজি করে চাল এবং RKSYII গ্রাহকরা মাথা পিছু ২ কেজি করে চাল পাবেন।
রাজ্যের রেশন গ্রাহকদের চাল, গম এবং আটা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। কেবল মাত্র চিনির জন্য দাম লাগে। যে গ্রাহকরা চিনি পান, তাদের এক কেজি চিনির দাম পড়ে ১৩ টাকা ৫০ পয়সা। সুবিধা পাবে বিশেষ ভাবে সক্ষমরাও। এখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করা বাধ্যতামূলক করা হয়েছে।
কিন্তু, পরিবারে বিশেষ ভাবে সক্ষম এমন ব্যক্তি আছেন যারা আধার কার্ড বানাতে পারছেন না। এই সমস্ত ব্যক্তিরা বা কোন উপযুক্ত কারণে আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে না পারলে অন্য কাউকে মনোনয়ন করতে পারবেন। এই জন্য অনলাইনে বা খাদ্য পরিদর্শকের অফিসে ফর্ম ১৫ জমা দিয়ে তা করতে পারবেন। এমন দুজনকে ঠিক করা যাবে, যারা ওই ব্যক্তি যে ডিলারের কাছে রেশন সামগ্রী নেন তাঁরাও সেখানের গ্রাহক। তাঁরা ওই ব্যক্তির হয়ে রেশন সামগ্রী তুলে দিতে পারবেন। একই সুবিধা পাবেন ওই পরিবারের বয়স্করাও।