TRENDING:

Ration: '৭ বছর ধরে কার্ড রেখে দিয়েছেন,' শান্তনুকে একের পর এক তোপ

Last Updated:

Ration: কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তোপ দাগলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের চেয়ারম্যান বিশ্বম্ভর বসু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: খাদ্য সুরক্ষা প্রকল্পে প্রায়োরিটি কার্ডে সুবিধা নেওয়ায় অভিযোগ এনে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তোপ দাগলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের চেয়ারম্যান বিশ্বম্ভর বসু। তিনি বলেন, গত ৭ বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী প্রায়োরিটি কার্ড রেখেছেন। তাঁর উচিত ছিল এই কার্ড সরকারকে জমা করে দেওয়া।
শান্তনু ঠাকুর। ফাইল ছবি
শান্তনু ঠাকুর। ফাইল ছবি
advertisement

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার নয়, এই কার্ড দিয়েছে রাজ্য সরকার।

তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী এই কার্ড আগে ছেড়ে দিলে গরীব মানুষ এই সুবিধা পেতেন। নয়া দিল্লির ওয়েস্টার্ন কোর্টে সাংবাদিক সম্মেলন করে বিশ্বম্ভর বসু জানান, রেশন ডিলারদের বাদ দিয়ে সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রেশন দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সে প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যেই ওড়িশা সরকার বিষয়টি আগের অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে। আগামীদিনে কোনও রাজ্য এই নির্দেশ দিলে তার বিরুদ্ধে সংলিস্ট হাইকোর্টে মামলা করা হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এই ধরণের নির্দেশ দিলে সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্টে মামলা করা হবে বলে জানান তিনি।

advertisement

বিশ্বম্ভর বসু আরও জানান, কেন্দ্রীয় সরকার যদি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রেশন দেয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। আগামী মার্চে নয়াদিল্লির রামলীলা ময়দান থেকে সংসদ ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে রেশন ফেডারেশন। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন প্রকল্প তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরিবর্তে শুধুমাত্র খাদ্য সুরক্ষা প্রকল্পেই খাদ্য শস্য দেবে কেন্দ্রীয় সরকার।

advertisement

তার বিরোধিতা করে বিশ্বম্ভরের অভিযোগ দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ডিলার্স ফেডারেশনের দাবি প্রতিমাসে রেশন ডিলারদের মাসে ৫০ হাজার টাকা ন্যূনতম আয় নিশ্চিত করতে হবে। আগামী বাজেটে তার কোনও ব্যবস্থা না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বম্ভর বসু।

আরও পড়ুন,  ১৯ জানুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা, নদীয়ায় করবেন সভা

advertisement

আরও পড়ুন, বিপজ্জনক সেই বেসরকারি হোটেল ভাঙার কাজ শুরু, ধীরে ধীরে ক্ষতিপূরণ-জট কাটছে জোশীমঠে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি জানান, এর প্রতিবাদে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সারা দেশে রেশন বন্ধ করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/দেশ/
Ration: '৭ বছর ধরে কার্ড রেখে দিয়েছেন,' শান্তনুকে একের পর এক তোপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল