আরও পড়ুন : রাজ্যে শিল্পায়নের সম্ভাবনা প্রচুর, শিল্প বাজেটে বিধানসভায় বললেন পার্থ
বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের (Rampurhat Violence) রিপোর্ট দিয়ে জোরালো দাবি তুলল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সাক্ষাতের পর তৃণমূল (Trinamool Congress) প্রতিনিধিদের দাবি, অমিত শাহ সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করার পর একটি ট্যুইটে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লেখেন, "রামপুরহাট, বীরভূমের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে অপসারণ করা উচিত। তাঁর কাজ আমাদের সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তাঁর কাজ হুমকির মত।"
প্রসঙ্গত, সোমবার রাতে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপর রাতারাতি বগটুই (Bogtui) গ্রামে জ্বলে ওঠে আগুন। তাতে ১০ টি বাড়ি পুডে়ছে, নিহত হয়েছেন ৮ জন। ঘটনায় সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। গাফিলতির অভিযোগে পুলিশ প্রশাসনের একাধিক পদাধিকারীর বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীই। এসব নিয়েই বৃহস্পতিবার সংসদ চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলের ১৩ প্রতিনিধি। নেতৃত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন। প্রতিনিধি দলে ছিলেন শতাব্দী রায়, মহুয়া মৈত্র, মৌসম বেনজির নুর।
অন্যদিকে আজই রামপুরহাটের বগুটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নৃশংস ঘটনায় দোষীদের কড়া শাস্তির কথা শোনান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রথমে রামপুরহাটে নেমে সার্কিট হাউসে যাওয়ার কথা থাকলেও সরাসরি বগটুই গ্রামে যান মমতা (Mamata Banerjee in Rampurhat)। সেখানে স্বজন হারানোদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন। মমতা বলেন, ‘‘হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে, না হলে যেখান থেকে হোক গ্রেফতার করতে হবে।’’