TRENDING:

#AmritsarTrainAccident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মুহূর্তেই শেষ অভিনেতার জীবন, সুবিচারের দাবি জানাল পরিবার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমৃতসর: দশেরার রাতেই অমৃতসরের জোড়া ফটকের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ । রেললাইনের কাছেই রাবণ নিধন দেখতে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ । মৃতদের মধ্যে রয়েছেন দলবীর সিং, যিনি এই রামলীলায় রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন ।
advertisement

দলবীরের মা নিউজ ১৮ কে জানিয়েছিলেন রামলীলাতে নিয়মিত অংশগ্রহণ করতেন দলবীর কিন্তু এবারেই প্রথম রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন । অভিনয় দেখার জন্য চেনা পরিচিতদের নিমন্ত্রণ জানিয়েছিলেন । আর প্রথমবারেই থেমে যেতে হল দলবীরকে ।

মা ছাড়া দলবীরের ঘরে রয়েছেন স্ত্রী ও তাঁর ৮ মাসের পুত্রসন্তান । ঘটনার সঠিক বিচারের আর্জি জানিয়েছেন নিহত দলবীরের মা । সদ্য স্বামী হারা দলবীরের স্ত্রীর জন্য কাজের দাবিও জানিয়েছেন তিনি । পরিবারে একমাত্র দলবীরই রোজগার করতেন ।

advertisement

দলবীরের ভাই বলবীর জানিয়েছেন দুর্ঘটনার সময় বেশ কয়েকজনকে সাহায্যও করেছিলেন দলবীর কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেন লাইনে হঠাৎ করেই আটকে যায় দলবীরের পা ও কয়েক সেকেন্ডেই সব শেষ ।

আরও পড়ুন: LIVE: রাবণ দহন দেখতে এসে ট্রেনে কাটা পড়ে মৃত কমপক্ষে ৬০, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অমৃতসরের দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ এর বেশি মানুষের । ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যাও । ট্রেন চালক, রেল আধিকারিক ও স্থানীয় প্রশাসন কেন রেল লাইনের কাছে অনুষ্ঠান পরিচালনা করার সম্মতি দিয়েছিলেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ।

বাংলা খবর/ খবর/দেশ/
#AmritsarTrainAccident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মুহূর্তেই শেষ অভিনেতার জীবন, সুবিচারের দাবি জানাল পরিবার