রমজানের এই বাঁকা চাঁদ দেশের আকাশে দেখা গিয়েছে সোমবার ১১ মার্চ। সেই অনুসারে আজ, মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ তারিখ থেকে শুরু হচ্ছে রোজা। এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে সৌদি আরবে রমাদানের চাঁদ দেখা গিয়েছে ১০ মার্চ রবিবার। সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার একদিন পরে সাধারণত এশিয়ার দেশগুলিতে রমজানের চাঁদ দেখার হিসাব করা হয়। সেই অনুসারে চলছিল প্রতীক্ষা, মগরেবের নামাজের পর রমাদানের চাঁদ দেখার, যা ভারতে পূর্ণ হল সোমবার সন্ধ্যায়।
advertisement
আরও পড়ুন– যাত্রীদের জন্য সুখবর ! রাজ্য পেতে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস
এই রোজার সঙ্গে অতীব গুরুত্বপূর্ণ দুই আচার সেহরি আর ইফতার। রোজা অর্থাৎ দিনভর উপবাস পালন। তার আগে, সূর্য ওঠার আগে, ঊষাকালে, ফজরের নামাজের আগেই যে খাদ্যগ্রহণ, তা সেহরি নামে অভিহিত। অন্য দিকে, ইফতার হল দিনভর উপবাসের পরবর্তী খাদ্যগ্রহণ, সান্ধ্যকালীন মগরেবের নামাজের পর যা উদযাপিত হয়। রোজা পালনে যাতে কোনও ত্রুটি না থাকে, সেই জন্য দেশের কোন শহরে সেহরি আর ইফতার কোন সময়ে পড়ছে, তা একবার দেখে নেওয়া যাক।
তবে হ্যাঁ, এই সময়সূচি কাঁটায় কাঁটায় সঠিক এমন দাবি করা যাবে না, কেন না, বিভিন্ন শহরে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আলাদা হবেই, এখানে সর্বাংশে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, এমন সময়সীমাই উল্লেখ করা হল।
দিল্লি
সেহরি ভোর ৫টা ১৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ২৭ মিনিট
হায়দরাবাদ
সেহরি ভোর ৫টা ১৬ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ২৬ মিনিট
মুম্বই
সেহরি ভোর ৫টা ৩৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট
পুণে
সেহরি ভোর ৫টা ৩৪ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট
সুরাত
সেহরি ভোর ৫টা ৩৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট
আহমেদাবাদ
সেহরি ভোর ৫টা ৩৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট
বেঙ্গালুরু
সেহরি ভোর ৫টা ১৯ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৩১ মিনিট
কলকাতা
সেহরি ভোর ৪টে ৩৫ মিনিট, ইফতার বিকেল ৫টা ৪৫ মিনিট
চেন্নাই
সেহরি ভোর ৫টা ০৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ২০ মিনিট
কানপুর
সেহরি ভোর ৫টা ০৬ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট