TRENDING:

সরকারে এলেই তৈরি হবে রাম মন্দির, মিলবে বিনামূল্যে ১ জিবি ডেটা

Last Updated:

উত্তরপ্রদেশের ভোট আসতেই ফের বিজেপির মুখে রাম নাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: উত্তরপ্রদেশের ভোট আসতেই ফের বিজেপির মুখে রাম নাম। ক্ষমতায় এলে অযোধ্যায় স্থাপিত হবে রাম মন্দির। নির্বাচনী ইশতাহারে ঘোষণা বিজেপি সভাপতি অমিত শাহর।
advertisement

উত্তরপ্রদেশে সরকার গড়লেই বাবরি মন্দিরে জায়গায় তৈরি হবে রাম মন্দির ৷ বিধানসভা নির্বাচনে এটাই বিজেপির প্রতিশ্রুতি ৷ নির্বাচনী ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে বিজেপি সভাপতি অমিত শাহ ঘোষণা করলেন, রামমন্দির তৈরি হবেই এবং তা আইনি পথেই হবে ৷ সংবিধান মেনেই দ্রুত এই নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন অমিত শাহ।উল্লেখ্য, রামমন্দির তৈরি নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন ৷

advertisement

শনিবার বিজেপির নির্বাচনী ইস্তেহার ‘লোককল্যাণ সংকল্পপত্র’ প্রকাশ করলেন অমিত শাহ ৷ রামমন্দির ছাড়াও উত্তরপ্রদেশের নির্বাচনী ইশতাহারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে ভাজপা। ইস্তেহার থেকে নিজেই যে প্রতিশ্রুতিগুলি ঘোষণা করলেন অমিত শাহ, তা হল-

-কৃষকদের জন্য সুদহীন ঋণ

-বেআইনি খনি ও কয়লা মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপে স্পেশাল টাস্ক ফোর্স

advertisement

-উত্তরপ্রদেশবাসীর জন্য নব্বই শতাংশ কর্মসংস্থান

-মেধাবী পড়ুয়াদের জন্য পাঁচশো কোটির প্যাকেজ -ল্যাপটপের সঙ্গে এক জিবি ডেটা ফ্রি

-বিশ্ববিদ্যালয়গুলিতে ফ্রি ওয়াই-ফাই

-কলেজ ছাত্রীদের কটুক্তি থেকে বাঁচাতে অ্যান্টি-রোমিও স্কোয়াডের ভাবনা

এছাড়াও তিন তালাক নিয়ে মহিলাদের দাবিদাওয়া সুপ্রিম কোর্টে পেশ করার বার্তাও দিয়েছেন অমিত শাহ ৷ ঢালাও প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে বিরোধীদেরও আক্রমণ করতে ছাড়েননি তিনি ৷ সমাজবাদী পার্টি ও মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করে দলের সভাপতি ৷ সপা-র ফ্রিতে ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতির বিরুদ্ধে বিজেপির হাতিয়ার ফ্রি ডেটা ৷ একই সঙ্গে অখিলেশের ৩০০ আসন নিয়ে ক্ষমতায় ফেরার দাবীকে উড়িয়ে দিয়ে অমিত শাহ-র আত্মবিশ্বাসী ঘোষণা, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে সরকার গড়বে বিজেপি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, BSP সুপ্রিমো মায়াবতী বিজেপির দাবীকে কটাক্ষ করে বলেছে- ‘দলিত, আদিবাসীদের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। নির্বাচনী ইশতাহারে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। কেন্দ্রে আড়াই বছরের ক্ষমতায় সব প্রতিশ্রুতিই পালনে ব্যর্থ মোদি সরকার।’

বাংলা খবর/ খবর/দেশ/
সরকারে এলেই তৈরি হবে রাম মন্দির, মিলবে বিনামূল্যে ১ জিবি ডেটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল