উত্তরপ্রদেশে সরকার গড়লেই বাবরি মন্দিরে জায়গায় তৈরি হবে রাম মন্দির ৷ বিধানসভা নির্বাচনে এটাই বিজেপির প্রতিশ্রুতি ৷ নির্বাচনী ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে বিজেপি সভাপতি অমিত শাহ ঘোষণা করলেন, রামমন্দির তৈরি হবেই এবং তা আইনি পথেই হবে ৷ সংবিধান মেনেই দ্রুত এই নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন অমিত শাহ।উল্লেখ্য, রামমন্দির তৈরি নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন ৷
advertisement
শনিবার বিজেপির নির্বাচনী ইস্তেহার ‘লোককল্যাণ সংকল্পপত্র’ প্রকাশ করলেন অমিত শাহ ৷ রামমন্দির ছাড়াও উত্তরপ্রদেশের নির্বাচনী ইশতাহারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে ভাজপা। ইস্তেহার থেকে নিজেই যে প্রতিশ্রুতিগুলি ঘোষণা করলেন অমিত শাহ, তা হল-
-কৃষকদের জন্য সুদহীন ঋণ
-বেআইনি খনি ও কয়লা মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপে স্পেশাল টাস্ক ফোর্স
-উত্তরপ্রদেশবাসীর জন্য নব্বই শতাংশ কর্মসংস্থান
-মেধাবী পড়ুয়াদের জন্য পাঁচশো কোটির প্যাকেজ -ল্যাপটপের সঙ্গে এক জিবি ডেটা ফ্রি
-বিশ্ববিদ্যালয়গুলিতে ফ্রি ওয়াই-ফাই
-কলেজ ছাত্রীদের কটুক্তি থেকে বাঁচাতে অ্যান্টি-রোমিও স্কোয়াডের ভাবনা
এছাড়াও তিন তালাক নিয়ে মহিলাদের দাবিদাওয়া সুপ্রিম কোর্টে পেশ করার বার্তাও দিয়েছেন অমিত শাহ ৷ ঢালাও প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গে বিরোধীদেরও আক্রমণ করতে ছাড়েননি তিনি ৷ সমাজবাদী পার্টি ও মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করে দলের সভাপতি ৷ সপা-র ফ্রিতে ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতির বিরুদ্ধে বিজেপির হাতিয়ার ফ্রি ডেটা ৷ একই সঙ্গে অখিলেশের ৩০০ আসন নিয়ে ক্ষমতায় ফেরার দাবীকে উড়িয়ে দিয়ে অমিত শাহ-র আত্মবিশ্বাসী ঘোষণা, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে সরকার গড়বে বিজেপি ৷
অন্যদিকে, BSP সুপ্রিমো মায়াবতী বিজেপির দাবীকে কটাক্ষ করে বলেছে- ‘দলিত, আদিবাসীদের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। নির্বাচনী ইশতাহারে শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। কেন্দ্রে আড়াই বছরের ক্ষমতায় সব প্রতিশ্রুতিই পালনে ব্যর্থ মোদি সরকার।’