সেভাবেই দেশের আনাচে-কানাচে অনেক বোনই রাখি উৎসব উপলক্ষ্যে সেজেছেন মেহন্দিতে। তাঁদের মেহন্দি রাঙা হাত যখন ভাইয়ের কবজিতে রাখি বাঁধবে, নিঃসন্দেহে তা হয়ে উঠবে মনে এবং সোশ্যাল মিডিয়ায় ধরে রেখে দেওয়ার মতো মুহূর্ত। তবে আপাতত যে ভিডিও ভাইরাল হয়েছে রাখির মেহন্দির, তাতে বোন তাঁর ভাইয়ের নাম মেহন্দির নকশায় ফুটিয়ে তুলে ভাইরাল হননি- বিষয়টির ব্যাপ্তি যথেষ্টই গভীর।
advertisement
আরও পড়ুন: ‘লোকের ভুল ধরতে ব্যস্ত সবাই’, আলিয়াকে লিপস্টিক মুছতে বলেছিলেন রণবীর, সেই প্রসঙ্গে সরব নায়িকার মা
X, অর্থাৎ পূর্ববর্তী ট্যুইটারে যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক বোনের মেহন্দি রাঙা হাত। সেই হাতের নকশা বেশ ভালই চোখ টানে। কিন্তু একটু নজর দিয়ে দেখতে গেলেই চোখ কপালে উঠবে। সেই নকশায় ফুটিয়ে তোলা হয়েছে আদতে একটি কিউআর কোড। এর পরের ধাপে ভাইকে দেখা যাচ্ছে সেই কিউআর কোড স্ক্যান করতে। সাবলীল ভাবেই সম্পন্ন হয়েছে সেই স্ক্যানিং, ত্বকে মেহন্দি দিয়ে তৈরি করা হলেও কোনও অসুবিধা হয়নি। আর কী, এবার শুধু বোনকে উপহার পাঠানোর পালা।
আরও পড়ুন: দুই বাচ্চা কোলে হাউ হাউ কান্না দেবিনার! ঘুরতে গিয়ে কী হল বাঙালি নায়িকার
ভাই আশা করাই যায় বেশ ভাল মতোই একটা টাকার রাশি ট্রান্সফার করেছেন বোনের অ্যাকাউন্টে। বোন চেয়েছিলেন ৫০০০ টাকা, তবে ঠিক কত টাকা তিনি পাঠিয়েছেন, তা ভিডিওয় দেখা যায়নি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রবি সুতানজানি নামের এক ইউজার, লিখেছেন- ডিজিটাল ইন্ডিয়ার এটাই শীর্ষ মুহূর্ত।
সন্দেহ নেই, একেবারে সঠিক মন্তব্যই করেছেন সুতানজানি। সাধে কী আর এই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে! দেখতে দেখতে তা ১ লক্ষ ভিউয়িংয়ের রেকর্ড গড়ে ফেলেছে। ভিডিও দেখে কেউ বলছেন এর চেয়ে মজার কিছু হয় না, আবার অনেকের দাবি এবার থেকে বিয়ের মেহন্দির নকশায় কিউআর কোড ট্রেন্ড হয়ে যাবে, কনের হাত স্ক্যান করেই তাঁকে উপহার দেবেন আমন্ত্রিতরা!