TRENDING:

Raksha Bandhan: রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের

Last Updated:

নিজের কোচিং সেন্টারের পাশাপাশি অনলাইনে ইউটিউবে এবং অ্যাপের মাধ্যমেও তিনি ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিহার: রাখিতে রেকর্ড গড়লেন খান স‍্যার। শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ‍্যে বিশেষ জনপ্রিয় খান স‍্যার, যাঁর পুরো নাম ফয়জল খান। নিজের কোচিং সেন্টারের পাশাপাশি অনলাইনে ইউটিউবে এবং অ্যাপের মাধ্যমেও তিনি ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন৷
রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের
রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের
advertisement

নিজের কোচিং সেন্টারে রাখি বন্ধন উ‍ত্‍সবের আয়োজন করেছিলেন এই শিক্ষক। বিহারের পটনায় খান স‍্যারের কোচিং সেন্টারে রাখি বন্ধন উত্‍সবে প্রায় ১০,০০০ পড়ুয়া অংশগ্রহণ করে। প্রিয় স‍্যারের হাতে রাখি বাঁধতে থাকে পড়ুয়ারা। আর এতেই রেকর্ড হয়েছে।

খান স্যারের দাবি তাঁর হাতে ৭০০০ পড়ুয়া রাখি বেঁধেছেন৷ জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খান স্যার বলেন তিনি বিশ্বরেকর্ড গড়েছেন৷ ৭ হাজার রাখি পরানোর ঘটনা বিশ্বে এর আগে কখনও জানা যায়নি। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অনুষ্ঠান৷

advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই শিক্ষক জানান যে তাঁর নিজের কোনও বোন নেই৷ তাই সমস্ত ছাত্রীকেই তিনি নিজের বোন মনে করেন৷ গর্ব করে জানিয়েছেন বোন না থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি রাখি পেয়েছেন তিনি৷ ইউটিউব ভিডিওতে তিনি জানিয়েছেন ডান হাত ভরে গিয়েছে রাখিতে৷ রাখির ভারে তিনি ঠিক করে হাত তুলতেও পারছেন না৷

advertisement

আরও পড়ুন: কিডনি দিয়ে দাদার জীবন রক্ষা বোনের! রাখি পূর্ণিমায় দাদাকে অমূল্য উপহার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

খান স্যার জানিয়েছেন অনেক পড়ুয়াই নিজের বাড়ি ছেড়ে তাঁর কোচিং সেন্টারে পড়ছেন৷ উৎসবের দিনে যাতে বাড়ির জন্য তাঁদের মন খারাপ না হয়, তাই তিনি কোচিং সেন্টারেই উৎসবের আয়োজন করেন৷ তার ইউটিউব ভিডিওতে, তিনি আরও বলেছিলেন যে, সমস্ত রাখি খুলতে এবং রাখিগুলি গুণে উঠতে তাঁর অন্যের সাহায্যের প্রয়োজন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Raksha Bandhan: রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল