বিরোধী দলগুলির দাবি, এটি ভোট তালিকার গুরুতর অনিয়ম এবং নির্বাচন কমিশনের নজরদারি ব্যর্থতার প্রমাণ। সামাজিক মাধ্যমে “ভোট চুরি”-র অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস ও আরজেডি নেতৃত্ব।
advertisement
এই অভিযোগের জবাবে রাকেশ সিনহা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে দিল্লির ভোটার তালিকায় তাঁর নাম ছিল ঠিকই, তবে পরে তিনি নিজের ঠিকানা পরিবর্তন করে বিহারের বেগুসরাই জেলার মনসেরপুর গ্রামে ভোটার হিসেবে নাম তুলিয়েছেন। তাঁর দাবি, বিহারের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণেই এই পরিবর্তন করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় (X)-এ তিনি লিখেছেন, “আমি ভাবিনি রাজনীতি এতটা নীচে নামতে পারে। যারা সংবিধানের প্রতি বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে, তাদের শতবার ভাবা উচিত। আমার নাম দিল্লির ভোটার তালিকায় ছিল। কিন্তু বিহারের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে আমি আমার নাম পরিবর্তন করে মনসেরপুরে (বেগুসরাই) অন্তর্ভুক্ত করেছি। এই অভিযোগের জন্য কি আমার মানহানির মামলা করা উচিত নয়?”
তিনি আরও জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপি সাংসদ সতর্ক করে বলেছেন, মিথ্যা প্রচারের জন্য তিনি শীঘ্রই মানহানির মামলা করার কথাও ভাবছেন।
